ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব মান দিবসে শিল্পমন্ত্রী

পণ্যের মান বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৫:৪৪, ২১ অক্টোবর ২০১৬

পণ্যের মান বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ পণ্য উৎপাদনে ও পণ্যের গুণগতমান বজায় রাখতে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী মোঃ আমির হোসেন আমু। তিনি বলেন, ব্যবসায়ী খাদ্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনে তারা প্রায়ই স্বাস্থ্যগত বিষয়টি একেবারে এড়িয়ে যান। মূলত অতি মুনাফার কারণে তারা এটি করছেন বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, সব ব্যবসায়ীই এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন। গুটিকয়েক ব্যবসায়ী, যারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা গোটা ব্যবসায়ী সমাজকে ক্ষতি করছেন। শুধু ব্যবসায়ী সমাজ নয়, দেশ ও সমাজেরও ক্ষতি করছেন তারা। এ বিষয়ে তিনি ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান। বৃহস্প্রতিবার ৪৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত ‘মান আস্থা সৃষ্টি করে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিউল ইসলাম, বিএসটিআইয়ের পরিচালক (মান) মোঃ রেজাউল করিম প্রমুখ। তিনি বলেন, পণ্যের মানের বিষয়ে বিএসটিআইকে যেমন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে তেমনি ব্যবসায়ী সমাজকেও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিএসটিআই যে মানের ওপর ভিত্তি করে মান সনদ প্রদান করে, পরবর্তীতে ব্যবসায়ীদের সে মান বজায় রাখতে হবে। সরকার সবকিছু আইন প্রয়োগ করে বাধ্য করতে চায় না। সরকার চায় সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পণ্যের মান ঠিক রাখতে। তিনি বলেন, বিএসটিআইকেও অনুধাবন করতে হবে। কারণ অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের চেয়ে তাদের কাজের গুরুত্ব অনেক বেশি। বিএসটিআইয়ের ওপর জনস্বাস্থ্যসহ ব্যবসা-বাণিজ্য অনেক কিছু নির্ভর করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বিএসটিআই ইতোমধ্যে বেশ কয়েকটি খ্যাতনামা আন্তর্জাতিক এ্যাক্রেডিটেশন সংস্থা থেকে এ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে। এর ফলে বাংলাদেশে উৎপাদিত পণ্যের মান সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। বিদেশে রফতানি বেড়েছে। রফতানির পরিমাণ আরও বাড়াতে হলে ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। শিল্পকারখানায় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতি ও প্যারামিটার অনুসরণ করে পণ্য উৎপাদন করতে হবে। এটা করতে পারলে ব্যবসা-বাণিজ্যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। বিএসটিআইয়ের মহাপরিচালক সভায় সংস্থার বিভিন্ন অর্জন এবং অগ্রগতির বিষয় তুলে ধরে বলেন, ইতোমধ্যে বিএসটিআইয়ের কয়েকটি ল্যাবরেটরি, প্রোডাক্টস সার্টিফিকেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। পণ্যের গুণগতমান বজায় রেখে পণ্য উৎপাদনের জন্য তিনি শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
×