ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছার ৬ রাজাকারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল ॥ যুদ্ধাপরাধী বিচার

প্রকাশিত: ০৫:৩৭, ২১ অক্টোবর ২০১৬

মুক্তাগাছার ৬ রাজাকারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন  দাখিল ॥ যুদ্ধাপরাধী বিচার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুস সালামসহ ছয় রাজাকারের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রসিকিউশনপক্ষ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাসের সময়ের আবেদন করেন। এ সময় ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ ডিসেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেছে। এদিকে আসামি পক্ষ দুই আসামি আব্দুর রহিম ও সুরুজ আলী কবিরের জামিনের আবেদন করে। জামিনের শুনানির জন্য ৮ নবেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট গাজী এইচ তামিম। মুক্তাগাছার ৬ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুস সালাম, সমশের কবির, সুরুজ আলী কবির, জয়নুল উদ্দিন, আব্দুর রহিম। আসামি জালাল উদ্দিন পলাতক রয়েছেন। মামলার প্রসিকিউটর আবুল কালাম বলেন, এরা একাত্তরের মুক্তাগাছা হত্যাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। আবুল কালাম আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এএসপি রুহুল আমীন আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ১৭ মে থেকে তদন্ত শুরু করেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটকসহ মোট ৮টি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো আরও তদন্ত করে দেখা হচ্ছে।
×