ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ত্র ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে স্কুলছাত্র হত্যা মামলার ২ আসামি নিহত

প্রকাশিত: ০৫:৩৬, ২১ অক্টোবর ২০১৬

 চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে স্কুলছাত্র হত্যা মামলার ২ আসামি নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২০ অক্টোবর ॥ জেলার দর্শনার শান্তিপাড়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত স্কুলছাত্র সজীব হত্যা মামলার দুই আসামি শাকিল ও সবুজ নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১টি দেশী রিভলবার, ৪ রাউন্ড গুলি ও হাঁসুয়া উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র‌্যাব জানায়, র‌্যাবের একটি টহল দল রাতে চুয়াডাঙ্গার দর্শনার শান্তিপাড়া এলাকায় গেলে দুবৃর্ত্তরা গুলি ছোড়ে। র‌্যাব পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ চলে গুলিবিনিময়। একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো চুয়াডাঙ্গার সিএ্যান্ডবিপাড়ার হামিদুল ইসলামের ছেলে সবুজ ও দামুড়হুদার আবদুল কাদেরের ছেলে শাকিল। এ সময় র‌্যাব সন্ত্রাসীদের ব্যবহারিত একটি পাইপগান, ১টি দেশী রিভলবার, ৪ রাউন্ড গুলি ও হাঁসুয়া উদ্ধার করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে দামুড়হুদা থানায় নিয়ে আসে। এ নিয়ে সজীব হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হলো। উল্লেখ্য, সজীব চুয়াডাঙ্গা ভি.জে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল। তাকে গত ২৯ জুলাই দুপুরে দামুড়হুদার বৃক্ষমেলা থেকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে ৩১ আগস্ট চুয়াডাঙ্গার সিএ্যান্ডবি পাড়ার রকিবুলের বাড়ির সেপটিক ট্যাংক থেকে সজীবের গলিত লাশ উদ্ধার করে র‌্যাব।
×