ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সম্মেলনে ১২ দেশের ৫৫ অতিথি আসছেন

প্রকাশিত: ০৫:৩১, ২১ অক্টোবর ২০১৬

সম্মেলনে ১২ দেশের  ৫৫ অতিথি আসছেন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ১২ দেশের ৫৫ অতিথি যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উপলক্ষে নির্মিত অস্থায়ী কার্যালয়ে অভ্যর্থনা উপ-কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদস্য সচিব ডাঃ দীপু মনি। তিনি বলেন, এ পর্যন্ত ১২ দেশের ৫৫ বিভিন্ন পর্যায়ের নেতা সম্মেলনে যোগদানের বিষয় আমাদের নিশ্চিত করেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে দুই বিদেশী অতিথি এসে পৌঁছেছেন। মোহাম্মদ নাসিম বলেন, সম্মেলনে ভারত, ব্রিটেন, রাশিয়া, গণচীন, ইতালি, ভুটানসহ ১২ দেশের ৫৫ অতিথি আসছেন। এ অতিথির মধ্যে মন্ত্রী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। এসব বিদেশী অতিথি সম্মেলনে অংগ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধু জাদুঘর, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবনসহ দেশের বিভিন্ন স্থানে পরিদর্শনে যাবেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সম্মেলনে উপস্থিত থাকার বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার জিং জিয়াওসং, মহাপরিচালক ইয়ান ঝিবিন, পরিচালক জাইপেং, চাও ঝিগ্যাং, ভারতের কমিউনিস্ট পার্টির বিমান বসু, বিজেপির রূপা গাঙ্গুলী, ড. বিনয় প্রভাকর শশ্রুবুদ্ধ, তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী, সুকান্ত আচার্য, ত্রিপুরা বিজেপির বিপ্লব কর দেব, নীতি দেব, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস, মনিপুর পিপলস পার্টির সভাপতি নগনিকাপান সোপাকিয়ান এমপি, সাধারণ সম্পাদক কণ্ঠোজাস কৃষ্ণান্ড সিং, অসম ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, আবদুস সবুর তোপাদার, অসম গণপরিষদের প্রফুল্ল কুমার মোহন্ত, জে জি মোহন্ত, দেবজ্যোতি শর্মা, রাশিয়ার সারজি ঝিলিজিয়াক এমপি, ন্যাশনাল কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য এমপি, মাসুম নূর এমপি, অস্ট্রেলিয়ার লেবার পার্টির হিউজ ম্যাকডারমট এমপি, কাউন্সিলর মনীন্দ্রজিৎ সিং, ইতালির ডেমোক্র্যাটিক পার্টির হুগো পাপি এমপি, খালিদ চাওকি এমপি, অস্ট্রিয়ার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ফুকস এমপি, নেপাল কমিউনিস্ট পার্টির কে পি শর্মা, রাধিকামস সাক্ষ্য, ড. রাজন ভট্টরাই, নেপালী কংগ্রেসের ড. রাম শর্মা মাহাত, শ্রীলঙ্কার ধর্মবিষয়ক মন্ত্রী এ এইচ মোহাম্মদ হোসেন এমপি, ইউনাইটেড ন্যাশনাল পার্টির রহমাতুল মালিক, ফ্রিডম পার্টির জগৎ পুষ্পাকুমারা এমপি, ভুটান পিপলস ডেমোক্র্যাটিক পার্টির যোগাযোগমন্ত্রী দিনানাথ ডুঙ্গেল, কানাডা কনজারভেটিভ পার্টির দীপক ওবেরয় এমপি প্রমুখ নিশ্চিত করেছেন।
×