ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের কাউন্সিলে খালেদা ও ফখরুলকে আমন্ত্রণ

প্রকাশিত: ০৫:৩১, ২১ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের কাউন্সিলে খালেদা ও ফখরুলকে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বৃহস্পতিবার বেলা এগারোটায় আওয়ামী লীগের পক্ষ থেকে দলের উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র দুটি গ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেব কি না পরে সিদ্ধান্ত হবে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণপত্র দেয়ার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৃণাল কান্তি দাস বলেন, জামায়াত ছাড়া সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে আমাদের কাউন্সিলে দাওয়াত দিয়েছি। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি তারা আওয়ামী লীগের কাউন্সিলে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেব কিনা পরে সিদ্ধান্ত হবে- ফখরুল ॥ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে বিএনপি অংশ নেবে কি না সে ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। তবে আমরা খুশি হতাম যদি তারা বিএনপির কাউন্সিলে আসতেন। দুঃখজনক হলেও সত্য বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আমন্ত্রণ তো গ্রহণ করেনইনি, বিভিন্নভাবে বিএনপির কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিএনপি ইতিবাচক রাজনীতি করে এবং বিশ্বাস করে। তাই বিএনপি প্রত্যাশা করেছিল অন্যান্য রাজনৈতিক দলের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগও বিএনপির কাউন্সিলে উপস্থিত থেকে গণতান্ত্রিক রাজনীতি পরিবর্তনে নতুন ধারার শুভ সূচনা করবেন। ৭ নবেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি ॥ ৭ নবেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। এ জনসভা করার অনুমতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে দলটি। এছাড়াও দিবসটি উপলক্ষে আরও ১০ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭ নবেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি একটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। ৭ কিংবা ৮ নবেম্বর যে কোন একদিনের জন্য জনসভা করার অনুমতি পেতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হবে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করব, জনসভা করতে কোন প্রকার প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না। ৭ নবেম্বর উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে ৭ নবেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা। একইদিন সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ। এছাড়া পরবর্তী ৯ দিন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কর্মসূচী পালন করবে। ছাত্রদলের দুই ইউনিট কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ ॥ ছাত্রদলের লালবাগ ও চকবাজার থানা ইউনিট কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিদায়ী কমিটির নেতা ও তাদের অনুসারীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তারা এ বিক্ষোভ করে। তাদের অভিযোগ, অছাত্র, মাদকাসক্ত ও অর্থের বিনিময়ে নতুন দুই ইউনিট কমিটিতে অনেককে স্থান দেয়া হয়েছে।
×