ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ২৩:৫১, ২০ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫০০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৯ কোটি ৫০ লাখ টাকা কম লেনদেন। বুধবার ডিএসইতে ৫৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, ডরিন পাওয়ার, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, সিঙ্গার বিডি, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, জিএসপি ফাইনান্স, লাফার্জ সুরমা সিমেন্ট ও ন্যাশনাল টিউবস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইভিন্স টেক্সটাইল, সোনালী আশ, রূপালী ব্যাংক, হামিদ ফ্রেবিক্স, ডরিন পাওয়ার, ওয়াটা কেমিক্যাল, শাশা ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও রহিম টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফলারস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, সিনো বাংলা, এএফসি অ্যাগ্রো, আরামিট ও হাক্কানী পাল্প। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, রহিমা ফুড, ইউনিয়ন ক্যাপিটাল, ডরিন পাওয়ার, একটিভ ফাইন, হামিদ ফেব্রিক্স, একমি ল্যাবরেটরিজ ও প্রিমিয়ার ব্যাংক।
×