ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অতিলোভী ব্যবসায়ীদের কারণে দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ২৩:২৩, ২০ অক্টোবর ২০১৬

অতিলোভী ব্যবসায়ীদের কারণে দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে ॥ শিল্পমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ ব্যবসায়ীদের অতিমুনাফার মানসিকতা পরিহার করার আহবান জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ব্যবসায়ীদের অতিমুনাফার মানসিকতা থেকে বেরিয়ে এসে পণ্য মানের বিষয়ে সচেতন হতে হবে। গুটি কয়েক অতিলোভী ব্যবসায়ীর কারণে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে, ব্যবসায়ীদের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বিএসটিঅাই কার্যালয়ে ৪৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত ‘মান আস্থা সৃষ্টি করে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান। বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া, এনডিসি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) ও বিএসটিআই এর পরিচালক (মান) মো. রেজাউল করিম। শিল্পমন্ত্রী বলেন, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। এরই সাথে পাল্লা দিয়ে পণ্য মানের বিষয়ে বিএসটিআইকে যেমন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে তেমনি ব্যবসায়ী সমাজকেও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিএসটিআই যে মানের উপর ভিত্তি করে মান সনদ প্রদান করে পরবর্তীতে ব্যবসায়ীদের সেই মান বজায় রাখতে হবে। সরকার সবকিছু আইন প্রয়োগ করে বাধ্য করতে চায় না, সরকার চায় সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পণ্যের মান ঠিক রাখতে। তিনি বলেন, বিএসটিআইকেও অনুধাবন করতে হবে অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের চেয়ে তাদের কাজের গুরুত্ব অনেক বেশি। বিএসটিআই’র উপর জনস্বাস্থ্যসহ ব্যবসা-বাণিজ্য অনেক কিছু নির্ভর করছে।
×