ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৩৬ বছরের মধ্যে উষ্ণতম মাস ছিল গত সেপ্টেম্বর

প্রকাশিত: ০৯:২১, ২০ অক্টোবর ২০১৬

১৩৬ বছরের মধ্যে উষ্ণতম মাস ছিল গত সেপ্টেম্বর

বিডিনিউজ ॥ গত ১৩৬ বছরের মধ্যে গরম সবচেয়ে বেশি ছিল গত সেপ্টেম্বরে ২০১৬ সাল বিশ্বের জানা ইতিহাসের উষ্ণতম বছর হতে চলেছে- এমন ধারণার মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই তথ্য দিয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নাসার হিসেব অনুসারে এর আগে ২০১৪’র সেপ্টেম্বর ছিল ‘উষ্ণতম’। এবারের গড় তাপমাত্রা ওই বছরের চেয়ে ০.০০৪ ডিগ্রী বেশি ছিল। সামান্য এ ব্যবধানকে পরিসংখ্যানের ভাষায় ‘স্ট্যাটিস্টিক্যাল টাই’ বলেও অ্যাখ্যা দিয়েছে তারা। ইন্ডিপেনডেন্ট বলছে, ১৯৫১ থেকে ১৯৮০ পর্যন্ত সেপ্টেম্বরগুলোর গড় তাপমাত্রা থেকে এবারের তাপমাত্রা শূন্য দশমিক ৯১ ডিগ্রী বেশি।
×