ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর চালু

প্রকাশিত: ০৯:১০, ২০ অক্টোবর ২০১৬

টাঙ্গাইলে লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর চালু

বাংলানিউজ ॥ টাঙ্গাইলের মির্জাপুরে লালরমনিহাট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনাকবলিত দুইটি বগি রেখে রেললাইনের ক্রসিং থেকে বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় প্রথম ঢাকা থেকে খুলনাগামী চিত্রা পরিবহনের ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে। মির্জাপুর মহেড়া রেলস্টেশন মাস্টার মাসুম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাত সোয়া ৯টার দিকে টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় লালমনিরহাট থেকে ঢাকাগামী ট্রেনটির দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
×