ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিরপুরে বিসিআইসি কলেজের দুই ছাত্রীকে পিটিয়ে জখম করল বখাটেরা

প্রকাশিত: ০৮:৩২, ২০ অক্টোবর ২০১৬

মিরপুরে বিসিআইসি কলেজের দুই ছাত্রীকে পিটিয়ে জখম করল বখাটেরা

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর চিড়িয়াখানা সড়কের বিসিআইসি কলেজের দুই শিক্ষার্থী সাদিয়া হাবীব ও আশোয়াদ হাবীব যমজ বোনকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। একজনের পা ভেঙ্গে গেছে। এতে বিক্ষুব্দ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভের ফলে প্রায় আধাঘণ্টা ওই রাস্তাসহ আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। হামলাকারী বখাটেদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বেলা এগারটার দিকে ঘটনাটি ঘটে। যমজ দুই বোনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট ভার্সিটির শিক্ষিকার আত্মহত্যা ॥ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক রাবেয়া কুলসুম (২৬) প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল। আব্দুল জলিল বলেন, কুলসুম চলতি বছরের জানুয়ারিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। আফতাব নগরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন কুলসুম। এ বাসাতে তিনি একাই থাকতেন। আমরা কুলসুমের ভাই মোঃ শরিফের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে কুলসুমের ভাই শরিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এদিকে, বুধবার দুপুরে কুলসুমের ময়নাতদন্তের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আখম সফিউজ্জামান খায়ের সাংবাদিদের জানান, কুলসুম আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত ২টার দিকে বাড্ডায় নিজ বাসায় গলায় ফাঁস দেয়া অবস্থায় কুলসুমের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
×