ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিওয়ালিতে মহারণ অজয়-করণ

প্রকাশিত: ০৬:২৬, ২০ অক্টোবর ২০১৬

দিওয়ালিতে মহারণ অজয়-করণ

উৎসব বা কোন বিশেষ দিবসকে কেন্দ্র করে ছবি মুক্তির প্রতিযোগিতা সারাবিশ্বেই প্রচলিত! বড় নির্মাতা প্রতিষ্ঠানগুলো যে উৎসবকেন্দ্রিক মুক্তির জন্য ছবি নির্মাণ করেন, তেমনি সে সময়ে মুক্তির জন্য রীতিমতো যুদ্ধে লিপ্ত হন। মূলত বাণিজ্যিক সাফল্য নিশ্চিত কারণেই এটা হয়ে থাকে। বলিউডও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে দিওয়ালিতে ছবি মুক্তি দেয়ার প্রতিযোগিতা যেন যুদ্ধে রূপ নেয়। এবার এই যুদ্ধে জয়ী দুই মহারথী করণ জোহর আর অজয় বেদগন। আগামী ২৮ অক্টোবর দিওয়ালিতে মুক্তি পাচ্ছে তাদের ছবি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘শিবায়’। মুক্তির আগেই প্রচার- প্রচারণা, ছবি নির্মাণকালীন ঘটনা, কাস্টিং ইত্যাদি নিয়ে সরগরম ভারতীয় চলচ্চিত্রের আকাশ। পাশাপাশি বিবেচিত হচ্ছে বাণিজ্যিক সম্ভাবনাও। দর্শক ভগবান কোন্ ছবিটিকে বেছে নেবেন? ভরে উঠবে কার লক্ষ্মীর ভা-ার? পরিচালক করণ জোহর কিংবা তার প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠা নিয়ে নতুন করে বলার কিছু নেই। পরিচালক হিসেবে তার মেধা প্রমাণিত। প্রযোজনা সংস্থার আর্থিক সাফল্য বদলে দিয়েছে বলিউডি ছবির বাণিজ্যের ইতিহাস। সে তুলনায় অজয় দেবগনকে নবিশই বলা যায়। পরিচালক অজয়ের প্রথম ছবি ‘ইউ মি অর হাম’ যার বক্স অফিস রিপোর্ট তার পক্ষে কথা বলে না। তার পরও এই ৪৭ বছর বয়সী অভিনেতা পরিচালকের দৃঢ় আত্মবিশ্বাস প্রস্তুত ‘শিবায়’ নিয়ে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মোকাবেলায়। অজয় দেবগনকে নিয়ে ইন্ডাস্ট্রির প্রচলিত ধারণা হলো, শুরুর ভুলত্রুটি কাটিয়ে উঠে এখন তিনি অনেক পরিণত। হিসাব কষেন ঠা-া মাথায়, যা তার সাফল্যকে নিশ্চিত করে। করণ জোহরের বিপরীতে এখানেই তার সম্ভাবনা। যে সম্ভাবনা বাড়িয়ে তুলেছে করণের কপালের ভাঁজ। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুশকিল করণের অন্যান্য ছবির মতোই বড় বাজেটের ছবি। রোমান্টিক ড্রামানির্ভর এই ছবির মূল অভিনেতা হালের ক্রেজ রণবীর কাপুর। আছেন বচ্চন বধূ সাবেক ‘মিস ইউনিভার্স’ ঐশ্বরিয়া রাই বচ্চন, সেই সঙ্গে গ্ল্যামার গার্ল অনুশকা শর্মা, ফাওয়াদ খান ও অন্যান্য। তারকা উপস্থিতি যদি কোন ছবির সাফল্যের মাপকাঠি হয়, তবে করণ প্রতিদ্বন্দ্বী অজয়ের চেয়ে এগিয়ে আছেন। করণের ছবিটি মুক্তির আগেই ঝড় তুলেছে অন্য কারণে। বলা হচ্ছে, ছবির দৃশ্যে রণবীর-ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ অভিনয় ও চুম্বন দৃশ্যটি নিয়ে অশান্ত বচ্চন পরিবার। স্বামী অভিষেক নীরবে এড়িয়ে চলছেন। ক্ষুব্ধ বিগ-বি এমনকি করণকে ফোন করে দৃশ্যটি বাদ দিতে বলেছেন। কিন্তু করণ অনড়। তার বিশ্বাস পরিস্থিতি দৃশ্যটি দাবি করে। যা হোক বড় তারকা, প্রচারণা, নানা গুজব ছবিটির সাফল্যের নিয়ামক বলে বিবেচিত হচ্ছে। আরও রয়েছে করণ জোহর নামের জাদু। শুধু পরিচালক হিসেবেই তার আছে নির্দিষ্ট দর্শক। সাধারণের প্রত্যাশাও বেশি। তাই এ কথা বলাই যায়, করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ব্যর্থ হলে সেটাই হবে খবর। আর সাফল্য বিবেচিত হবে তার পূর্বের সাফল্যকে অতিক্রম করে যাওয়ায়। করণের সঙ্গে সিনেমা যুদ্ধে অজয়ের অবস্থান কি? অজয়ের বক্তব্য হলো, ‘এই লড়াই কোন ব্যাপার না। আমি নিজের কাজ নিয়ে ভাবি। অন্যরা কি করছে সেটা তাদের বিষয়।’ এই উক্তি নিছক সৌজন্যমূলক বলাই যায়। উদ্বিগ্ন অজয় নিজেও বক্স অফিসের ফল জানার পূর্বে এই উদ্বেগ থেকে মুক্তির কোন পথও নেই। ‘শিবায়’ নিয়ে অজয় আশাবাদী। এটি হিন্দী এ্যাকশন থ্রিলার। প্রযোজক ও পরিচালক অজয় নিজেই। সঙ্গীত আয়োজনে মিথুনের সঙ্গে ভিন্ন স্বাদ নিয়ে যোগ হচ্ছে ব্রিটিশ ব্যান্ড ‘ভ্যাম্প’। ছবিতে কেন্দ্রীয় চরিত্র অজয় নিজেই। অভিষেক হচ্ছে দিলীপ কুমারের নাতনি বলে পরিচিত সায়েশ সায়গের। বিদেশিনী চরিত্রে পোলিশ অভিনেত্রী ইরিকা কার। শিশু শিল্পী এ্যাবিগেইল ইয়ামস। অজয়ের ছবি অথচ কাজল নেই! এ প্রশ্ন শুনে ক্লান্ত অজয়ের উত্তর ‘কাজলের উপযোগী কোন চরিত্র এ ছবিতে নেই। ছবির নায়িকা চরিত্রে প্রয়োজন ছিল এক ভারতীয় তরুণী ও এক বিদেশিনী। তারা দুজনেই ভাল অভিনয় করেছেন। এমনকি শিশু শিল্পী এ্যাবগেইল ইয়ামস এর কাজও অসাধারণ। রুদ্ধশ্বাস এ্যাকশন ভরা ‘শিবায়’ ছবির বেশিরভাগ দৃশ্য চিত্রায়িত হয়েছে বুলগেরিয়ায়। অজয় নিজেই ঝুঁকিপূর্ণ দৃশ্যে শট দিয়েছেন। ছবির নামের সঙ্গে ধর্মীয় বিষয় জড়িত হলেও কোন ধর্মানুভূতিকে আঘাত করার মতো কিছু এ ছবিতে নেই বলেন অজয়। ছবিতে অজয়ের সারা শরীরে শিবার উল্কি আঁকা তাই তার নাম শিবায়। আনন্দকণ্ঠ ডেস্ক
×