ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনন্য রেজা করিম

ট্রেনের রহস্যময় যাত্রী এমিলি ব্ল্যান্ট

প্রকাশিত: ০৬:২৬, ২০ অক্টোবর ২০১৬

ট্রেনের রহস্যময় যাত্রী এমিলি ব্ল্যান্ট

৭ অক্টোবর পৃথিবীব্যাপী মুক্তি পেয়েছে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিটি। রোমাঞ্চকর থ্রিলার ড্রামা ধাঁচের হলিউড ছবিটির গল্প আবর্তিত হয়েছে এক ডিভোর্সি নারী র‌্যাচেল ওয়াটসনকে কেন্দ্র করে। প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে যাওয়ার সময় এক তরুণ দম্পতিকে প্রায়ই তার প্রাক্তন স্বামীর বাড়ির আশপাশে দেখতে পায়। এক সকালে র‌্যাচেল অদ্ভুত কিছু ঘটনা দেখে চমকে ওঠে। রহস্যপূর্ণ ঘটনাগুলো স্বাভাবিকভাবেই তাকে কৌতূহলী করে তোলে। মনের অজান্তে র‌্যাচেল জড়িয়ে পড়ে অদ্ভুত রহস্যময় ভয়ঙ্কর সব ঘটনার সঙ্গে। টান টান উত্তেজনাপূর্ণ গল্পের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর ট্রেলর দেখেই অসংখ্য দর্শক দারুণ কৌতূহলী হয়ে উঠেছেন। ধারণা করা হচ্ছে মিস্ট্রি থ্রিলার ড্রামা ধাঁচের এ ছবিটি বক্স অফিসে বড় ধরনের সাফল্যের চমক দেখাবে। এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্ল্যান্ট। ৩৩ বছর বয়সী এই হলিউডি তারকা অভিনেত্রীর জন্ম লন্ডনের ওয়ান্ডসোর্থে। তার মাও একজন অভিনেত্রী ছিলেন। আর বাবা ছিলেন ব্যারিস্টার এক অভিজাত ব্রিটিশ পরিবারের মেয়ে হওয়ার সুবাদে এমিলি ছোটবেলা থেকেই অনেক সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন। কিন্তু সাত থেকে চৌদ্দ বছর বয়স পর্যন্ত তাকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে তোতলামির জন্য। তার তোতলানো ভাবটা কাটাতে স্কুলের এক শিক্ষকের সহায়তা নিয়েছিলেন। ওই শিক্ষক তোতলামি কাটাতে অভিনয়ে উদ্বুদ্ধ করেন। নিয়মিত অভিনয় চর্চার মাধ্যমে এক সময় এমিলির তোতলামি ভাবটা কেটে যায় এবং এভাবেই অভিনয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন এমিলি ব্ল্যান্ট। প্রথম দিকে নিয়মিত মঞ্চ নাটকে অংশ নিয়েছেন। লন্ডনে বিভিন্ন মঞ্চে অসংখ্য নাটকে অভিনয়ের সুবাদে অল্প বয়সেই অনেক পরিচিতি পেয়ে যান। ২০০৩-এ ব্রিটিশ টেলিভিশন ড্রামা ‘বোডিকা’ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয়েছিল। ২০০৪-এ তার বড় পর্দায় অভিষেক হয় ব্রিটিশ সিনেমা ‘মাই সামার অব লাইফ’-এর মাধ্যমে। প্রথম অভিনীত সিনেমায় সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে দর্শক সমালোচকদের নজর কাড়েন। ২০০৬-এ তাকে মেরিল স্টিপ এবং অ্যানা হ্যাথাওয়ের সঙ্গে বক্স অফিস সফল সিনেমা ‘দ্য ডেভিল ওয়েরস প্রাডা’য় তাকে দেখা যায়। এ ছবিতে অভিনয়ের জন্য এমিলি ব্ল্যান্ট বাফটা এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন। এরপর তিনি একে একে অভিনয় করেছেন ইরেসিস্টেবল, দ্য জেন অস্টিন বুক ক্লাব, ড্যান ইন, রিয়েল লাইফ, চার্লি উইনসন ওয়্যার, ‘দ্য ই ভিক্টোরিয়া, দ্য ওলফম্যান, ওয়াইল্ড টার্গেট, গ্যালিভারস ট্রাভেলস’ ইস্যুর সিস্টারস সিস্টার, দ্য ফাইভ ইয়ার এনগেজমেন্ট, লুপার, আর্থার নিউম্যান, দ্য ডইন্ড রাইজেস, এডজ অব টুমরো ইনটু দ্য উডস, সিকারিও প্রভৃতি সিনেমায়। যা তাকে একজন সুন্দরী আকর্ষণীয় মেধাবী অভিনেত্রী হিসেবে জনপ্রিয় করে তুলেছে দুনিয়াজুড়ে। এ বছর এমিলি ব্ল্যান্ট অভিনীত আরেকটি ছবি ‘দ্য হান্টসম্যান : উইন্টার ওয়্যার’ মুক্তি পেয়েছে। ডার্ক ফ্যান্টাসি এ্যাকশন অ্যাডভেঞ্চার ধাঁচের এ ছবিতে তুষার রানী ফ্রেয়ার চরিত্রে তাকে দেখা গেছে। দর্শক এবার এমিলিকে দেখবেন সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি রোলে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিতে। এ ছবিতে তার সঙ্গে আরেক সুন্দরী জনপ্রিয় অভিনেত্রী রেবেকা ফারগুসনও আছেন। ফলে অনেকটা প্রতিযোগিতা নিয়ে তাকে কাজ করতে হয়েছে এমিলিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছি। হলিউডের অনেক জাঁদরেল অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে করতে এতটা পথ অতিক্রম করেছি। আমি প্রতিযোগিতাকে ভয় পাই না, বরং এটা আমার পছন্দ। ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিটি আমার ক্যারিয়ারে নতুন একটি চ্যালেঞ্জ ছিল, আমার মনে হয় এ ছবিতে আমার অভিনয় দর্শকদের আলোড়িত করবে, তেমন আত্মবিশ্বাস আছে আমার।’ ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত এমিলি ব্ল্যান্ট চুটিয়ে প্রেম করেন কানাডিয়ান গায়ক মাইকেল বাবলের সঙ্গে। তাদের সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর এমিলি হলিউডি অভিনেতা জন ক্রাসিনস্কির সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১০-এ তারা বিয়ে করেন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। এ বছরই দ্বিতীয় কন্যার মা হয়েছেন এমিলি ব্ল্যান্ট। গত বছর তিনি আমেরিকান নাগরিকত্ব লাভ করেছেন। একই সঙ্গে ব্রিটিশ এবং আমেরিকান দ্বৈত নাগরিকত্ব নিয়ে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন এমিলি। বর্তমানে তিনি নির্মাণাধীন দুটি সিনেমা এ্যানিমেল ক্রাকারস এবং ‘মাই লিটল পনি : দ্য মুভিতে কাজ করছেন। ছবি দুটিতে তাকে দেখা না গেলেও তার কণ্ঠ শোনা যাবে।
×