ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধরা জয়ের সন্ধানে কিউইরা

প্রকাশিত: ০৫:৫৬, ২০ অক্টোবর ২০১৬

অধরা জয়ের সন্ধানে কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে আজ। ধর্মশালার প্রথম ম্যাচে কিউইদের উড়িয়ে দিয়ে ‘১-০’তে এগিয়ে স্বাগতিকরা। মহেন্দ্র সিং ধোনির দল ব্যবধান ‘২-০’ করতে প্রস্তুত। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং প্রতিটি বিভাগে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ‘ক্যাপ্টেন কুল’রা বেশ উজ্জীবিত। টেস্টে নিউজিল্যান্ড ‘৩-০’তে ‘হোয়াইটওয়াশ’ হলেও ধারণা করা হচ্ছে রঙিন পোশাকে কেন উইলিয়ামসনরা ভাল ফাইট দেবে, র‌্যাঙ্কিং-ওয়ানডে সামর্থ্যে কিছুটা হলেও এগিয়ে তারা। কিন্তু প্রথম ম্যাচে মাঠে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ১৯০ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। সব মিলিয়ে ভারত সফরে একটি জয় পেতে ‘চাতক পাখির’ মতো অধীর অপেক্ষায় ব্ল্যাক-ক্যাপসরা! দিল্লীর ফিরোজশাহ কোটলায় খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটায়। ধর্মশালার প্রথম ম্যাচে মূলত ব্যাটসম্যানরাই নিউজিল্যান্ডকে ডুবিয়েছিল। স্বাগতিক বোলিংয়ে দিশেহারা কিউইরা ৪৩.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয়। এক পর্যায়ে ৪৮ রানে পঞ্চম উইকেট হারানো দলকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছিলেন টম লাথাম (৭৯*) ও টিম সাউদি (৫৫)। ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে অভিষেকেই ম্যাচসেরা হন পেসার হারদিক পা-িয়া। জবাবে ৬২ রানে ২ উইকেট পড়লেও বিরাট কোহলির দুরন্ত হাফসেঞ্চুরির ওপর ভর করে ৩৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় অপরাজিত ৮৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন ‘সেনসেশনাল’ এ উইলোবাজ। সেই টেস্ট থেকে শুরু করে মার্টিন গাপটিল, রস টেইলরের মতো তুখোড় ব্যাটসম্যানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর্ম হারিয়ে ধুঁকছেন তারা। যা কিউই থিঙ্কট্যাঙ্কদের ভাবিয়ে তুলেছে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে বিশ্রামে রেখে সিরিজ খেলছে ভারত। জ্বরের জন্য আজও নামতে পারছেন না সুরেশ রায়না। নিজেদের ফর্মহীনতার পাশাপাশি ফিরোজ শাহ কোটলার স্পিনিং ট্র্যাকের কথা ভেবে বাড়তি টেনশনে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে ফিরলেও প্রথম ম্যাচে রান পাননি কোরি এ্যান্ডারসন। গাপটিলকে বসিয়ে আজ এ্যান্থনি ডেভচিজকে নামানো হতে পারে। কোটলার কন্ডিশনে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াইয়ে স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের এই চেহারা দেখে সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও হতাশ, ‘নিউজিল্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি, আমি ওদের আশাই দেখছি না। কিউদের মধ্যে ভারতকে হারানোর কোন তাগিদ নেই! গাপটিলের ব্যাটিং দেখে মনে হয়েছে পেস আক্রমণ মোকাবেলা করতে পারছে না। কেন উইলিয়ামসন আর রস টেইলরের মতো ব্যাটসম্যানও হতাশ করছে।’ ঘরের মাটিতে ভারত সবসময় ভয়ঙ্কর। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, মাণিষ পা-ে, ধোনিদের নিয়ে ব্যাটিং শক্তিশালী। অশ্বিন-জাদেজা না থাকলেও পরিচিত কন্ডিশনে অমিত মিশ্র-অক্ষর প্যাটেল প্রতিপক্ষকে নাড়িয়ে দিতে সক্ষম। মিশ্র প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে সেটি বুঝিয়ে দিয়েছেন। উমেশ যাদবের সঙ্গে পা-িয়া, জাসপ্রিত বুমরাহ পেস আক্রমণে আলো ছড়াচ্ছেন। ইদানীং ভারতের ফিল্ডিংও নজর কাড়ছে। ধোনি-কোহলিদের ফিল্ডিং কোচ রামকৃষ্ণ শ্রীধর বলেন, ‘অনিল কুম্বলে (প্রধান কোচ) থেকে শুরু করে ধোনি-বিরাট দলের প্রত্যেকে এখন ফিল্ডিংয়ের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’ টিম ইন্ডিয়ার নতুন সেøাগান নাকি ‘মাল্টি-স্পেশালিস্ট ফিল্ডিং’! যার অর্থ কোন ফিল্ডারকে নির্দিষ্ট গ-িতে বেঁধে না রেখে সব পজিশনের জন্য তৈরি করা।
×