ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহ আমানত বিমান বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে বিদেশী এয়ারলাইন্সগুলোর

প্রকাশিত: ০৫:৪৮, ২০ অক্টোবর ২০১৬

শাহ আমানত বিমান বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে বিদেশী এয়ারলাইন্সগুলোর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মীরসরাইয়ে দেশের বৃহত্তম ইকোনমিক জোন, আনোয়ারায় চীনা ইকোনমিক ও ইন্ডাস্ট্রিয়াল জোন, কর্ণফুলী টানেল ও শিল্পায়ন বৃদ্ধির সম্ভাবনায় গুরুত্ব বাড়ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের। অচিরেই চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশে যাত্রী আসা-যাওয়া বৃদ্ধি পাবে। ফলে এই বিমানবন্দরের প্রতি আগ্রহ বাড়ছে বিদেশী এয়ারলাইন্সগুলোর। বন্ধ হয়ে যাওয়ার প্রায় সাত বছর পর ফের চালু হচ্ছে থাই এয়ারওয়েজের ফ্লাইট। এছাড়া আসছে ভারতের ‘স্পাই জেড’ এয়ার। সূত্র জানায়, এর আগেও থাই এয়ারওয়েজ চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করেছিল। যাত্রী স্বল্পতাসহ নানা কারণে ২০০৯ সালের নবেম্বর মাসে তা বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে ব্যাঙ্ককে যাত্রীর আসা-যাওয়া এর মধ্যেই অনেক বেড়েছে। তাদের যাতায়াত করতে হয় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় ফের চট্টগ্রাম-ব্যাঙ্কক সরাসরি যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে সিভিল এ্যাভিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক মতো হলে শীঘ্রই চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু করবে থাই এয়ার। ভারতের ‘স্পাই জেড’ এয়ারলাইন্সও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা করবে। এই এয়ারলাইন্স চট্টগ্রাম-কলকাতা ও দিল্লী রুটে যাত্রী পরিবহন করবে। চট্টগ্রাম থেকে ভারতের যাত্রীও প্রচুর। ফলে স্পাই জেড আগ্রহী হয়েছে। এ ব্যাপারে সিভিল এ্যাভিয়েশনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির এ প্রসঙ্গে জানান, তিনি দুটি বিদেশী এয়ারলাইন্সের আগ্রহ ও ফ্লাইট চালুর বিষয়ে জানতে পেরেছেন। তবে অফিসিয়ালি কোন পত্র বা সিদ্ধান্তের বিষয়ে অবগত হননি। বর্তমানে তিনটি বিদেশী এয়ারলাইন্স চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করে। এ এয়ারলাইন্সগুলো হচ্ছে- ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া এবং ওমান এয়ার। প্রতিদিন গড়ে চারটি ফ্লাইট ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে যাত্রীও প্রচুর।
×