ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ছায়ানট ভবনে শিশু-কিশোর বইমেলা শুরু

প্রকাশিত: ০৫:৪৬, ২০ অক্টোবর ২০১৬

ছায়ানট ভবনে শিশু-কিশোর বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার ॥ ধানম-ির ছায়ানট ভবনে বুধবার শুরু হয়েছে শিশু-কিশোরদের জন্য বইমেলা। ‘কৈশোর তারুণ্যে বই’ শিরোনামে পাঁচ দিনের বইমেলার আয়োজন করেছে ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান। সকালে নালন্দা শিশু শিক্ষালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা’ রবীন্দ্রসঙ্গীত নিয়ে মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তুষার আবদুল্লাহ, সময় প্রকাশনের প্রধান নির্বাহী ফরিদ আহমেদ, প্রথমার জাফর আহমেদ রাশেদ, জাগৃতির রাজিয়া রহমান জলি, ইকরিমিকরি প্রকাশক মাহবুবুল হক, লেখক জয়নাল হোসেন, মেলার সমন্বয় এ্যাডর্ন পাবলিকেশন্সের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন। এ সময় ছায়ানট ও নালন্দা শিশু শিক্ষালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো হলোÑঅনন্যা, অনুপম প্রকাশনী, এ্যাডর্ন পাবলিকেশন, ইকরিমিকরি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, পাললিক সৌরভ, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন, রং পেনসিল, বেঙ্গল পাবলিকেশন্স, সময় প্রকাশন ও সংহতি প্রকাশন। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলার উপলক্ষে বিশেষ ছাড়ে ব্যবস্থা রেখেছে মেলা কমিটি। মেলা চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। বাংলা সংস্কৃতির ঐতিহ্য লালনে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৬’ কাল ॥ বাংলা সংস্কৃতির ঐতিহ্য লালনে দুই বাংলার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৬’। দশ দিনব্যাপী এ উৎসবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদ আয়োজিত এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির প্রতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলায় ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটক মঞ্চস্থ ॥ থিয়েটার বাহান্নর প্রথম এবং নতুন প্রযোজনা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকের মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বুধবার সন্ধ্যায়। বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটেছে এই নাটকে। নাটকটি একটি যুদ্ধ শিশুকে কেন্দ্র করে আবর্তিত হলেও এর প্রতিটি চরিত্রই এই বাংলার সাধারণ গ্রামীণ মানুষের প্রতিনিধিত্ব করে। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। শিল্পকলায় ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’ শীর্ষক স্মরণানুষ্ঠান ॥ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে চলছে প্রয়াত সাংস্কৃতিক মনীষীদের স্মরণে ‘স্মৃতি সত্তা ভবিষ্যত’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানের বুধবার ছিল সপ্তম দিন।
×