ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘরে বসেই ক্যান্সার নির্ণয়!

প্রকাশিত: ০৫:৪১, ২০ অক্টোবর ২০১৬

ঘরে বসেই ক্যান্সার নির্ণয়!

মরণব্যাধি ক্যান্সার নিরাময়ে বিজ্ঞানীরা অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই রোগ নির্মূলে আশাব্যঞ্জক খবর কমই আছে। তবে এর মধ্যে আশার আলো দেখালেন ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দীর্ঘ গবেষণায় তারা এমন একটি ক্ষুদ্র ক্যান্সার নির্ণয় করার যন্ত্র স্পেকট্রোমিটার আবিষ্কার করেছেন যেটি অল্প সময়ের মধ্যে ক্যান্সার নির্ণয় করতে পারে। যে কোন স্বল্পমূল্যের স্মার্টফোনের সাহায্যে এই স্পেকট্রোমিটার ব্যবহার করা যায়। ইতোমধ্যে পরীক্ষাগারে এই স্পেকট্রোমিটার সঠিকভাবে ক্যান্সার নির্ণয় করতে সক্ষম হয়েছে। গবেষণাটি সম্প্রতি বায়োসেন্সর এ্যান্ড বায়োইলেক্ট্রনিক্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকরা বলেছেন, এই ডিভাইস বিশেষত প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্রেস্ট ও ইপিথেলিয়াল ক্যান্সার নির্ণয় করতে পারবে। যে কোন জায়গা যেমন জরুরী বিভাগ, এ্যাম্বুলেন্স এমনকি ডাক্তারের চেম্বারে বসেও এই স্পেকট্রোমিটারের সাহায্যে ক্যান্সার পরীক্ষা করা যাবে। যন্ত্রটি একই সঙ্গে শরীরের আটটি নমুনা পরিমাপ করতে পারবে। গবেষণা দলের প্রধান গবেষক লেই লি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বহনযোগ্য এই যন্ত্রটি বিশেষ করে ক্লিনিক ও হাসপাতালে বেশি কার্যকর। আবার চিকিৎসক অন্য দেশে থাকলেও ল্যাবে রোগীর ক্যান্সারের নমুনা সংগ্রহ করে পাঠালে তিনি ব্যবস্থাপত্র দিতে পারবেন। এর জন্য ডাক্তারের পুরো ল্যাবের যন্ত্রপাতির দরকার হবে না। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে আইফোন-ফাইভে এই ডিভাইস জুড়ে দিয়ে ৯৯ শতাংশ নির্ভুল ফল পাওয়া গেছে। এখন ডিভাইসটি বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহার নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।-ডিজিটাল স্পাই ও ইউপিআই অবলম্বনে।
×