ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইরানী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিকের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:৩২, ২০ অক্টোবর ২০১৬

ইরানী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিকের ১০ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানী বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে ১০ বছর করে কারাদ- দিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের অফিসিয়াল নিউজ ওয়েবসাইট মিজান এর বরাত দিয়ে মঙ্গলবার এ কথা জানা যায়। খবর ওয়েবসাইটের। সাজাপ্রাপ্তরা হলেন সিয়ামাক নামাজি ও তার ৮০ বছর বয়সী বাবা বকর নামাজি। ব্যবসায়ী সিয়ামাক গত বছর অক্টোবরে পরিবারের সঙ্গে সাক্ষাত করতে ইরানে গেলে দেশটির রেভুলিউশনারি গার্ড কোর তাকে আটক করে। আর এ বছর ফেব্রুয়ারিতে বকরকে গ্রেফতার করা হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সাবেক কর্মকর্তা বকর যুক্তরাষ্ট্র সমর্থিত ইরানের শাহ সরকারের আমলে দেশটির তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের গবর্নর ছিলেন। ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, ৪ জন গ্রেফতার ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। খবর এএফপির। সোমবার উড়িষ্যা রাজ্যের বেসরকারী এসইউএম হাসপাতালের ডায়ালাইসিস ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন ধরে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সেখানে ২০ জনের প্রাণহানি ঘটে। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, এ ঘটনায় হাসপাতালের সুপারিনটেনডেন্ট, অগ্নিনির্বাপন কর্মকর্তা ও বৈদ্যুতিক বিভাগের দুইকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিশাল আকৃতির ভাস্কর্য অস্ট্রেলিয়ার সিডনি শহরের তামারামা সৈকতে বিশাল আকৃতির বিভিন্ন ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করেছে সি এক্সিবিশন নামের একটি সংগঠন। সংগঠনটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন। ২০ অক্টোবর থেকে ৬ নবেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা বন্ডি সৈকত থেকে তামারামা সৈকত পর্যন্ত শতাধিক ভাস্কর্য তৈরি করেছেন। -এএফপি চা-ওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ইসলামাবাদের এক চা-ওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। শুধু পাকিস্তানেই নয়, এমনকি বৈরী প্রতিবেশী ভারতেও। কারণ একটাই, আরশাদ খান নামে এই চায়ের দোকানের মালিক খুবই সুদর্শন। নীল চোখের এই যুবক চা বানাতে বানাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে- এমন একটি ছবি টুইটারে পোস্ট করার পর তাতে ভারত ও পাকিস্তানের হাজার হাজার মেয়ে মন্তব্য করেছে। অনেকে লিখেছেন, আরশাদই পারেন ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে। আরেকজন তার টুইটারে মোদি ও আরশাদের ছবি পাশাপাশি রেখে ভারত ও পাকিস্তানের চা-ওয়ালা লিখে পোস্ট করেছেন। -বিবিসি
×