ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি প্রিন্সের শিরুচ্ছেদে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন

প্রকাশিত: ০৪:৩১, ২০ অক্টোবর ২০১৬

সৌদি প্রিন্সের শিরুচ্ছেদে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন

বিবাদের সময় গুলি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে মঙ্গলবার রাজপরিবারের এক সদস্যের শিরুচ্ছেদ করেছে সৌদি আরব। চার দশকের মধ্যে এই ধরনের ঘটনা এই প্রথম। খবর নিউইয়র্ক টাইমসের। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, রাজধানী রিয়াদে প্রিন্স তুর্কি বিন সউদ আল-কবিরের শিরুচ্ছেদ করা হয়। বিরল এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোড়ন সৃষ্টি করে। সৌদি নাগরিকরা বলছেন, তারা কখনও কল্পনা করেননি যে এ ধরনের ঘটনা ঘটবে। অন্যরা যুক্তি দিচ্ছেন, এতে তাদের বিচার ব্যবস্থার মান প্রকাশিত হয়েছে। সৌদি আরবে শরিয়া আইনকে কঠোরভাবে মানা হয় এবং তারা নির্মম শাস্তি প্রদান করায় মানবাধিকার সংগঠন ও পশ্চিমা সরকারসমূহ প্রায়ই সমালোচনা করে। সৌদি আরবের প্রখ্যাত আইনজীবী আবদুর রহমান আল-লাহিম টুইটারে লেখেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে, নাগরিকরা মনে করে আইন প্রত্যেকের জন্য প্রযোজ্য এবং এ ক্ষেত্রে কোন ছোট-বড় নেই। অনেক সৌদি নাগরিক টুইটারে আরবী হ্যাশট্যাগের মাধ্যমে বাদশাহ সালমানের প্রশংসা করেন। যার অর্থ করলে দাঁড়ায়, ‘প্রিন্সের প্রতি প্রাপ্য শাস্তির নির্দেশ বিচারক সালমানের’। রাজপরিবারের সদস্য প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ জানান, প্রিন্স তুর্কি রাজপরিবারের সবচেয়ে প্রভাবশালী শাখাগুলোর একটির সদস্য। যে শাখা ১৯৩২ সালে আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের সরাসরি বংশধারা থেকে এসেছে। ফয়সাল বলেন, প্রিন্স তুর্কি আদালতে অথবা বাদশাহর কাছে অতিরিক্ত কোন সুবিধা পাননি। সৌদি আরব বিশ্বে পুরোপুরি রাজতন্ত্র বিদ্যমান থাকা অল্পসংখ্যক দেশগুলোর মধ্যে একটি। দেশটির রাজপরিবারের হাজার হাজার সদস্য বিশেষ সুবিধা পায়। এর বাকি দুই কোটি নাগরিক এ ধরনের সুবিধা থেকে বঞ্চিত। মঙ্গলবার রাজপরিবারের সদস্যের শিরুচ্ছেদের ঘটনা চার দশকের মধ্যে প্রথম। এর আগে ১৯৭৫ সালে প্রিন্স ফয়সাল বিন মুসাইদকে বাদশাহ ফয়সালকে গুপ্তহত্যার দায়ে রিয়াদে শিরñেদ করা হয়। এর দুই বছর পর এক প্রিন্সেস ও তার স্বামী ব্যভিচারের দায়ে অভিযুক্ত হন। প্রিন্সেস মিশাইল পরিবার কর্তৃক বাছাইকৃত ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে তার স্বামীর চোখের সামনে গুলি করা হয়। পরে তার স্বামীর শিরুচ্ছেদ করা হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তুর্কি বিন সউদের বয়স ও তার জীবন বৃত্তান্ত জানায়নি। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক এ্যাডাম কুগল সউদি আরবের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সৌদি আরব প্রিন্সের শিরñেদ করলেও তার সংগঠন দেশটির প্রতি সমালোচনা করা থেকে বিরত হবে না। মানবাধিকার সংগঠনেটর হিসাবে চলতি বছর সৌদি আরবে ১৩৪ জনের শিরñেদ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সকল প্রকার মৃত্যুদ-ের বিরোধিতা করে আসছে।
×