ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপান সফর শেষে আইনমন্ত্রী আজ রাতে ফিরছেন

প্রকাশিত: ০৪:২৮, ২০ অক্টোবর ২০১৬

জাপান সফর শেষে আইনমন্ত্রী আজ রাতে ফিরছেন

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক জাপান সফর শেষে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দেশে ফিরছেন। তিনি ১১ অক্টোবর জাপান যান। জাপান সফরকালে সে দেশের বিচারমন্ত্রী কাটুসুটোসি কানিডা, জাপানের হিরোশিমার মেয়র মাটসুয়িকাজুমি, ওসাকার চীফ প্রসিকিউটর সাজুমাইন টিরাওয়াকি, জাপানের সুপ্রীমকোর্টের বিচারপতি টোসহিমিটসু ইয়ামাজাকি এবং আইন প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাকুমা টাটসুয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাপানের বিচারমন্ত্রী কাটুসুটোসি কানিডা বিচার বিভাগীয় কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটরদের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের মানোন্নয়নে জাপান সরকারের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে বাংলাদেশের উন্নয়নে জাপান সরকারের সহযোগিতার কথা স্মরণ করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, আইনমন্ত্রীর একান্ত সচিব এম মাসুম সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মোঃ রেজাউল করিম এ খবরটি নিশ্চিত করেছেন। ঢাকা ও মিরপুর সেনানিবাসে মিলিটারি পুলিশ সপ্তাহ শুরু ঢাকা ও মিরপুর সেনানিবাসে পালিত হচ্ছে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০১৬। এই দুই সেনানিবাসে কর্মরত ও অবস্থানরত সামরিক এবং অসামরিক সদস্য ও তাদের পরিবারবর্গের সেনানিবাসের নিয়ম শৃঙ্খলা সম্পর্কে সচেতন করা হচ্ছে। এছাড়া সেনানিবাসে আগত ব্যক্তিবর্গকে সেনানিবাসের ভেতরে বসবাস ও চলাচলের নিয়মনীতি সম্পর্কে অবগত করানো হচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এটি চলবে। -আইএসপিআর
×