ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানের সিডিউল ঠিক রাখা ও সেবা বাড়ানোর তাগিদ

প্রকাশিত: ০৪:২৮, ২০ অক্টোবর ২০১৬

বিমানের সিডিউল ঠিক রাখা ও সেবা বাড়ানোর তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ বিমানের সিডিউল ঠিক রাখা ও সেবা বাড়ানোর তাগিদ দিয়েছেন পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারি। তিনি বিমানকর্মীদের প্রতি ফ্লাইট ল্যান্ড করার আধ ঘণ্টার মধ্যে লাগেজ ডেলিভারি দেয়ার নির্দেশ দেন। দেশ-বিদেশে বিমানের ভাবমূর্তি ঠিক রাখতে হলে বিমানকে টিকে থাকতে হলে এ দুটো কাজের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। বুধবার সকালে বিমানের সদর দফতর বলাকায় আয়োজিত ‘স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এয়ার মার্শাল ইনামুল বারী বিমানে কর্মরত নারীদের উদ্দেশ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হবার আহ্বান জানিয়ে বলেছেন, সাংসারিক জীবনে যতটা আন্তরিক ও দক্ষতার স্েঙ্গ দায়িত্ব পালন করেন, ঠিক একইভাবে কর্মস্থলেও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এতে সংসার ও কর্মস্থল দুটোতেই উন্নতি ঘটে। স্তন ক্যান্সার সম্পর্কে আগে থেকেই যদি সচেতন থাকা যায় এবং সূচনাতেই এটা শনাক্ত করা যায়, তাহলে এর ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যায়। বিমান সিবিএ সভাপতি মশিকুর রহমানের সঞ্চালনায় এ সেমিনারের কো পার্টনার ছিল-অফিসার্স এ্যাসোসিয়েসন্স (বোয়া), বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এ্যাসোসিয়েসন্স (বাপা) ও প্রকৌশল বিভাগ। বিমান মেডিক্যালের প্রধান ডাক্তার তাসলিমা আক্তার স্তন ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ের ওপর বিশেষ প্রেজেন্টেশান দেন। তিনি তার অফিসে গিয়ে এ সমস্যা নির্ভয়ে প্রকাশ করার জন্য বিমানের কর্মরত নারীদের পরামর্শ দেন। এছাড়া ক্যান্সার জয়ী এক ষাটোর্ধ সমাজকর্মী ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীমা ফেরদৌস তার নিজ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বিমানের নারী কর্মীদের উদ্দেশে বলেছেন, ডাক্তারের কাছে যাবার আগে নিজ ঘরে বসেই প্রচলিত পদ্ধতিতে একটু সচেতনতা থেকে পরীক্ষা করলেই বোঝা যাবে স্তন ক্যান্সার আছে কিনা।
×