ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পথচারীদের জন্য সড়ক ফুটপাথে খাবার পানির ব্যবস্থা করছে ডিএসসিসি

প্রকাশিত: ০৪:২৮, ২০ অক্টোবর ২০১৬

পথচারীদের জন্য সড়ক ফুটপাথে খাবার পানির ব্যবস্থা করছে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার ॥ পথচারীদের পানির পিপাসা মেটাতে ছোট-বড় সকল সড়কের পাশে, ফুটপাথ ও অলিগলিতে বিনামূল্যে সুপেয় খাবার পানির ব্যবস্থা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই এই সুপেয় বিশুদ্ধ খাবার পানির কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে সকল বড় রাস্তায় ও ফুটপাথে এই খাবার পানির ‘ওয়াটার ফাউন্টেন’ বসানো হবে বলে জানিয়েছেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পরবর্তীতে সকল অলিগলি, স্কুলের আশপাশে ও মোড়ে মোড়ে চাহিদামতো এর সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে ২০১৭ সালের মধ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ ও নারীবান্ধব, স্বাস্থ্যসম্মত নতুন এক শ’ পাবলিক টয়লেট স্থাপনের ঘোষণা দেন। বুধবার নগর ভবনের মেয়র হানিফ স্মৃতি মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ওয়াটার এইড এবং কনসার্নড ওমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্টের সহযোগিতায় আয়োজিত এক সচেতনতাকরণ সভায় মেয়র এসব কথা বলেন। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালন উপলক্ষে ‘উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খোকন বলেন, এসব ‘ওয়াটার ফাউন্টেন’ বসানোর মাধ্যমে পথচারীরা সহজেই বিশুদ্ধ খাবার পানি পানের সুযোগ পাবেন। ডিএসসিসি এলাকায় যত সংখ্যক ‘ওয়াটার ফাউন্টেন’ প্রয়োজন ততগুলোই বসানো হবে। এছাড়া ডিএসসিসি এলাকার মধ্যে নতুন যেসব অত্যাধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে এর মাধ্যমে দীর্ঘসময় যানজটে আটকে থাকা নারী ও শিশুরা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাবে। ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ শেখ সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোঃ বিলাল, ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবীর, ওয়াটার এইড এর কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সিডব্লিউএফডি এর কর্মকর্তা জহুর ফাতিমা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংস্থার উর্ধতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র বলেন, ঢাকা দক্ষিণ বদলে যাচ্ছে। নগরবাসীর আশা ও স্বপ্ন ধারণ করে অনেক সঙ্কটের মধ্যেও জীবন যাত্রার মানোন্নয়নে কর্পোরেশনের পক্ষ থেকে ওয়েস্ট বিন বসানো, আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যা বর্তমানে চলমান রয়েছে।
×