ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটক ‘গাধার পাল’

প্রকাশিত: ০৪:১৯, ২০ অক্টোবর ২০১৬

বিশেষ নাটক ‘গাধার পাল’

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের গ্রীন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল কলেজে সম্প্রতি ‘গাধার পাল’ নাটকের শূটিং শেষ হয়েছে। মাহমুদ ইমনের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন তরুণ নাট্যকার অনিক বিশ্বাস। মাহমুদ ইমন এবং আজহারুল ইসলাম রিন্টুর যৌথ পরিচালনায় নাটকে অভিনয় করেছেন জোভান-নাদিয়া, মামুন খান, রজত, বীথি রানী সরকার, চিত্র পরিচালক সাইফ চন্দন, রুহুল আমিন ভূঁইয়া, মাহা প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে রাজন মাল্টিমিডিয়া। নাটকটির কাহিনী গড়ে উঠেছে নাদিয়া, জোভান, রজত, মামুন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কেন্দ্র করে। নাটকের গল্পে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ। ঠিকমতো পড়ালেখা করে না। পড়াশোনায় মন না থাকলেও এ তরুণ দল ক্যাম্পাসে হৈচৈ আড্ডাবাজি করে মাতিয়ে রাখেন ক্যাম্পাস। তারা যত ভাল কাজই করুক না কেন তা শিক্ষকদের চোখে পড়ে না। শিক্ষকরা তাদের ‘গাধা’ নামেই সম্বোধন করেন। কিন্তু তাদের গাধামির আড়ালে লুকিয়ে থাকে সৃষ্টিশীল কাজ। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। এ প্রসঙ্গে জোভান বলেন, নাটকের গল্প চমৎকার ও শিক্ষামূলক। আশা করছি দর্শকের কাছেও নাটকটি ভাল লাগবে। নির্মাতা ইমন ও রিন্টু বলেন, নাটকে মূলত দেখানোর চেষ্টা করেছি ক্যাম্পাসে যারা হৈচৈ করে মাতিয়ে রাখেন এবং শিক্ষকরা যাদের গাধা নামেই ডেকে থাকেন আসলে তারা গাধা নয় তাদের মাঝে লুকিয়ে আছে অনেক প্রতিভা। নাটকে একটি টাইটেল গানও রয়েছে। আর টাইটেল গানটি গেয়েছেন অহেতুক ব্যান্ডের রাজিব। খুব শীঘ্রই নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
×