ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৮, ২০ অক্টোবর ২০১৬

টুকরো খবর

ইউপি সদস্য হত্যার স্বীকারোক্তি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আওয়ামী লীগ কর্মী রাহাজ্জান মেম্বার হত্যার দায় স্বীকার করে বুধবার মশিয়ার রহমান মশি নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। সে হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছে। গত ১৩ অক্টোবর ঝিকরগাছার গদখালি ফুল বাজারের নিরিবিলি সেলুনে সেভ করাতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ইউপি সদস্য রাহাজ্জান। এ ঘটনায় তার স্ত্রী ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন গত মঙ্গলবার ভোরে নাভারণ এলাকায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে আলমগীর হোসেন নামে একজনকে আটক করেন। বুধবার তাকে আদালতে সোপর্দ করলে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দেয়। একইসঙ্গে হত্যায় অংশ নেয়া মাস্টার মাইন্ড মহিউদ্দিন ও সহযোগী শরিফপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে আলমগীরের নাম জানায় এবং হত্যা পরিকল্পনা বৈঠকে অংশ নেয়া ও অস্ত্র সরবরাহকারী আরও ৭ জনের নাম উল্লেখ করে। হত্যা মামলা তুলে নেয়ার হুমকি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার মিসকিন মহিলা জুহুরা খাতুন তার ছেলে হত্যার বিচার পেতে প্রশাসন ও সমাজপতিদের দুয়ারে দুয়ারে ঘুরছেন। তিনি রাজাপালং জাদিমোড়ার মৃত কালা মিয়ার স্ত্রী। পুত্রবধূর পরকীয়ায় বাধা দেয়ায় কয়েক সন্ত্রাসী তার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে বলে তার দাবি। হত্যাকারীরা প্রকাশ্য ঘুরছে এবং মামলাটি ধামাচাপা দেয়ার জন্য টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে। সন্ত্রাসীরা হত্যা মামলাটি প্রত্যাহার করে নিতে চাপ প্রয়োগ করছে বলে পুত্রহারা মা জুহুরা খাতুনের অভিযোগ। জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর স্ত্রী রোজিনা আকতারের পরকীয়ার বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জালিয়াপালং ঘাটঘর পাড়ার বেলাল উদ্দিনের পুত্র প্রেমিক মোজাম্মেলের নেতৃত্বে আলী আহম্মদ, চৌধুরী পাড়ার দানু মিয়া, রোজিনা আক্তার, খুরশিদা বেগম, রুবি আকতারসহ লম্পট দুর্বৃত্তরা মৃত কালু ও ভিক্ষুক জুহুরা খাতুনের ছেলে নুরুল ইসলামকে শারীরিক নির্যাতন চালায়। এতে অজ্ঞান হয়ে পড়েন ওই যুবক। অবস্থা বেগতিক দেখে মুমূর্ষু অবস্থায় আহতের মুখে বিষ ঢেলে দিয়ে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালের সামনে ফেলে চম্পট দেয় সন্ত্রাসীরা। ২৯ সেপ্টেম্বর ভোরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ অক্টোবর ॥ সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব সদস্যরা ঢাকার বংশালের মালিটোলা রোড এলাকা থেকে গোলাম রহমান ওরফে শাহিদ (৫১) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি পিস্তলের কভার, চারটি চাকু ও একটি কুড়াল। র‌্যাব মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। বুধবার দুপুরে আদমজীর র‌্যাব-১১, সিপিএসসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। গ্রেফতারকৃত গোলাম রহমান ওরফে শাহিদ ঢাকার বংশালের মালিটোলা রোড এলাকার মৃত আব্দুল আজিমের ছেলে। ধর্ষক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি মুফিজুল আলম নয়নকে আটক করেছে পুলিশ। হ্নীলা ফুলের ডেইল এলাকায় মঙ্গলবার রাতে পুলিশ এ অভিযান চালায়। ধৃত ধর্ষক পশ্চিম লেদার এজাহার মিয়ার পুত্র। জানা গেছে, গত বৃহস্পতিবার এক কিশোরীকে ধর্ষণ করে লম্পট মুফিজ এলাকা ছেড়ে ফুলেরডেইল গ্রামে আত্মগোপন করে। কঙ্কাল উদ্ধার ॥ দুই ডোম গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) কক্ষ থেকে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রামেক মর্গের দোতলার একটি কক্ষ থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কঙ্কালটি উদ্ধার করে। এ সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত অভিযোগে মর্গের দুই ডোমকে আটক করা হয়েছে। তারা হলেন, নগরীর বাকীর মোড় লক্ষ্মীপুর এলাকার রিপন কুমার ও নীরেন রবিদাস। রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আবদুল হান্নান জানান, রামেক মর্গে কঙ্কাল সংরক্ষণ করে কেনাবেচা করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তারা সেখানে অভিযান চালায়। ভুয়া পশু চিকিৎসকের দৌরাত্ম্য স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে প্রাণিসম্পদ দফতরের এক কর্মচারী ডাক্তার সেজে বিভিন্ন স্থানে গৃহপালিত জন্তুর চিকিৎসা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কথিত ওই ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে একাধিক গবাদি পশু। ভুয়া পশুচিকিৎসক মিচবাহ উদ্দিন কুতুবীর ভুল চিকিৎসায় প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি গরু মারা গেছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, রামু দক্ষিণ মিঠাছড়ি এলাকার গৃহপালিত একটি গাভীর পাতলা পায়খানা হচ্ছে দেখে গরুর মালিক মোহাম্মদ ফারুক কক্সবাজার পশু হাসপাতালে যান। সেখানে দেখা মেলে বড় ডাক্তার বলে প্রচার ডাঃ মিচবাহ উদ্দিন কুতুবীর। তাকে গরুর সমস্যার কথা বললে তিনি চিকিৎসা দিতে মঙ্গলবার ওই এলাকায় যান। গরুর পেটে বাচুর রয়েছে মর্মে জানানো হলেও তিনি গরুর পেটে ইনজেকশন পুশ করেন। এতে পেট ফুলে গরুটি মারা যায়। অস্ত্রসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ অক্টোবর ॥ ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া এলাকা থেকে পুলিশ আমিনুল ইসলাম পলাশ (২৫) নামে এক সন্ত্রাসীকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। ফতুল্লা থানা পুলিশ মঙ্গলবার রাতে দেলপাড়া থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার পিতার নাম আবু হোসেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৯ অক্টোবর ॥ দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামের জুনাইদ (২) ও নৈয়ার গ্রামের প্রিয়া চক্রবর্তী (৩) নামে দুই শিশু পানিতে ডুবে মারা যায়। বুধবার দুপুরে ডোবা এবং পুকুর থেকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। নোয়াগাঁও গ্রামের জুনাইদের বাবা মোস্তাফা মিয়া জানান, পরিবারের অজান্তে জুনাইদ ঘরের পাশের ডোবায় পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবায় জুনাইদের লাশ পানিতে ভাসতে দেখা যায়। অপরদিকে উপজেলার নৈয়ার গ্রামের প্রিয়ার মা টুম্পা চক্রবর্তী বলেন, প্রিয়াকে পাশে রেখে কাজ করার সময় পুকুরের পানিতে ডুবে মারা যায় সে। পরে প্রতিবেশীরা পুকুর থেকে লাশ উদ্ধার করে। বোমা বিস্ফোরণে প্রবাসী আহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছায় খড়ের গাদার মধ্যে রাখা বোমা বিস্ফোরণে মিন্টু নামে সৌদি প্রবাসী এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের শফিউল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী ও আহত মিন্টু জানান, তিনি বুধবার সকাল ছয়টার দিকে গরুর খাবারের জন্য গাদা থেকে খড় আনতে গিয়েছিলেন। এ সময় তিনি দেখেন খড়ের ফাঁকে একটি কাপড়ের প্যাকেট রয়েছে। পরিত্যক্ত মনে করে তিনি প্যাকেটটি ফেলে দিতেই তার মধ্যে থাকা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার স্পিøন্টারে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়। শিক্ষক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৯ অক্টোবর ॥ বাঁশখালী পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক মামুনুর রশীদের নির্মম নির্যাতনের শিকার হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী নাহিদা সুলতানা। এ ঘটনায় সালিশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে বহিষ্কার ও ১২ হাজার টাকা জরিমানা করে কর্তৃপক্ষ। বখাটের তিন মাসের জেল স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল যাওয়া আসার সময় উত্ত্যক্ত করায় এক বখাটে যুবকের তিন মাসের বিনাসশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এই সাজা প্রদান করে। সাজাপ্রাপ্ত বখাটে যুবক উপজেলার মন্থেরডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের বখাটে ছেলে সাকিল (২৮)। জানা গেছে, ছাত্রী শাহানা আকতার মুন্নিকে প্রায় প্রতিদিন বখাটে সাকিল স্কুল আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত। বুধবার সকাল সাড়ে ১০টায় স্কুল ছাত্রীটি নিজে থানায় এসে এই অভিযোগ করলে তাৎক্ষণিক পুলিশের অভিযানে বখাটে সাকিলকের থানায় ধরে আনা হয়। দুপুরে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক উক্ত সাজা প্রদান করেন। ডাকাত সর্দারসহ ২৩ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৯ অক্টোবর ॥ চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার আজিম উদ্দীনসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযান বুধবার পর্যন্ত চলে। ট্রাক টার্মিনাল নির্মাণের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৯ অক্টোবর ॥ ঢাকা-সিলেট মহাসড়কের জমি দখল করে ট্রাক টার্মিনাল নির্মাণের প্রতিবাদে ও সরকার মার্কেট রক্ষায় সংবাদ সম্মেলন করেছে মার্কেটের মালিক। বুধবার দুপুরে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকার সরকার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে মার্কেটের মালিক জয়নাল সরকার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বিপজ্জনক ১৪২টি বাঁকের মধ্যে এটি অন্যতম একটি বাঁক। এখানে ট্রাক টার্মিনাল নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম ও সরকার মার্কেটের প্রচুর ক্ষতি হবে। শিক্ষকের বেত্রাঘাতে শিক্ষার্থী আহত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে মাদ্রাসায় ফাঁকি দেয়ার অভিযোগে শিক্ষার্থী আমিনুল ইসলামকে (৬) পিটিয়ে আহত করেছে শিক্ষক। মঙ্গলবার উপজেলার কনকসার ইউনিয়নের কায়তারা গ্রামের কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এড়িয়ে যেতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সামসুল আরেফিন ওরফে উজানি হুজুরকে বুধবার বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আমিনুলের বাবা নুরুল ইসলাম অভিযোগ করেন তার ছেলেকে এক বছর আগে মাদ্রাসায় ভর্তি করেন। শিক্ষকরা প্রায়ই মারধর করত। তাই ভয় পেয়ে সে যেতে চাইত না। তারপরও জোর করে ছেলেকে মাদ্রাসায় দিয়ে যেতেন। কিন্তু মঙ্গলবার আমিনুল মাদ্রাসায় গেলে শ্রেণী শিক্ষক সামসুল আরেফিন ওরফে উজানি হুজুর মাদ্রাসা ফাঁকি দেয়ার অজুহাতে বেধরক পিটিয়ে আহত করে আটকে রাখেন। মাদ্রাসা ছুটি হবার পর ছেলে বাড়ি না ফেরায় বিকেলে নুরুল ইসলাম খোঁজ করে অন্য শিক্ষার্থীর কাছে খবর পান আমিনুলকে উজানি হুজুর আটকে রেখেছে। খবর পেয়ে তিনি আমিনুলকে মাদ্রাসা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। দেখেন তার সমস্ত শরীরে বেতের আঘাত। বাড়ি এসে আমিনুল অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঘোড়াদৌড় বাজারে এবং পরে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পাঁচ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মঙ্গলবার রাতে মোল্লাহাটের কোদালিয়া বাজারে অগ্নিকা-ে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে আনিসুর ও তরিকুল ইসলামের লেপতোষক, বাবর মোল্লার চা এবং মাছের আড়ত, শহিদুল ইসলামের ওষুধ ও জুয়েলের সেলুন মালামালসহ পুড়ে য়ায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ছড়িয়ে পড়া এ আগুনে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভিজিএফের চাল বিতরণে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ অক্টোবর ॥ পশ্চিম চাপলী ও চর গঙ্গামতি গ্রামের ২৭ জেলে পরিবারের জন্য সরকারের বরাদ্দকৃত ২০১৬ সালের মে ও জুন মাসের বিশেষ ভিজিএফের চাল আজও বিতরণ হয়নি। জাটকা নিধন থেকে বিরত থাকাকালীন এসব তালিকাভুক্ত জেলে পরিবারকে সরকারীভাবে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়ার কথা ছিল। অন্যান্য জেলে পরিবারের মতো এসব জেলেরা মার্চ ও এপ্রিল মাসের চাল পেয়েছেন। গত বছর ঈদের আগে ধুলাসার ইউনিয়নের অন্যান্য জেলেদের মে ও জুন, দুই মাসের চাল বিতরণ করা হয়েছে। কিন্তু এ ২৭ জেলে পরিবার তাদের চাল পায়নি। এ ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় মেম্বার আবুল হোসেন তাদের চাল বিতরণের স্লিপ অন্যদেরকে ২০০-৩০০ টাকায় বিতরণ করেছেন। এভাবে ২৭ জেলে পরিবারের জন্য ২১৬০ কেজি চাল অন্যত্র বিক্রি করা হয়েছে। অভিযুক্ত মেম্বার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তৎকালীন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায় অভিযোগটির তদন্তভার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামকে দিয়েছেন। তিনি জানান, তদন্ত কাজ প্রায় সম্পন্ন হয়েছে। নাটোরে অস্ত্রসহ অপহরণকারী আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ অক্টোবর ॥ নাটোরে একটি বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ অপহরণকারী সাদিকুর রহমানকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার রাতে শহরের তালতলা হাফরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে শহরের র‌্যাব-৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়। র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প কমান্ডার এডিশনাল এসপি মোহাম্মদ মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের তালতলা হাফরাস্তা এলাকায় ১৩-১৪ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আশরাফুলের এমআরসি ইটভাঁটিতে যায়। তারা আশরাফুলের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারপিট করে আহত করে অপহরণের চেষ্টা চালায়। বিদ্যুতস্পৃষ্টে প্রধান শিক্ষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম গাজী (৫০) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মহল্লাপাড়ার বাড়ির ছাদে পানির লাইনের মটরে সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তিনি তালা সদরের মহল্লাপাড়া গ্রামের মৃত আয়জুদ্দীন আহমদ গাজীর ছেলে এবং উপজেলার খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অসততা ॥ তিন আইনজীবীকে অপসারণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পেশাগত অসততার দায়ে চট্টগ্রামে তিন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা হলেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মিনারা খাতুন লাকী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য শফিউল আজম চৌধুরী ও তসলিম উদ্দিন। বার কাউন্সিল ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার প্রেরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ তিন আইনজীবীকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। জানা যায়, আইনজীবী মিনারা খাতুন লাকী এক নারীর স্বামীকে একটি মামলায় জামিন করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুয়া, বানোয়াট ও সাজানো জামিন নামায় এবং রিলিজড আদেশ তৈরি করে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করেছেন। অভিযোগটি বার কাউন্সিলের ট্রাইব্যুনালে সত্য প্রমাণিত হয়। অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৯ অক্টোবর ॥ বুধবার ভোরে দৌলতপুর উপজেলার মিরহাটাইল গ্রামে আব্দুল রশিদ সুমনের বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বন্দুক উদ্ধার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে সাটুরিয়ায় ছিনতাইকালে সুমনসহ তিনজনকে আটক করে পুলিশ। সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আব্দুর রশিদ সুমন মিরহাটাইল গ্রামের নইতা মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৯ অক্টোবর ॥ আক্কেলপুর-বগুড়া সড়কে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভিকনি ব্রিজ এলাকায় পুলিশ ডাকাত গুলিবিনিময় হয়। এ সময় একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি দিলবর ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ আটক করে। গুলিবিনিময়ের সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবশেষে পাষণ্ড প্রেমিক আটক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ অক্টোবর ॥ চলন্ত হোন্ডা থেকে কিশোরী সনিয়াকে মহাসড়কে ফেলে দিয়ে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত প্রেমিক ওবায়দুলকে পুলিশ অবশেষে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে। ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রাম থেকে আনোয়ার কাজীর ছেলে পাষ- ওবায়দুলকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করে। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সনিয়ার মা খাদিজা বেগম মঙ্গলবার মহিপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় ওবায়দুল, তার সহযোগী জাকিরসহ চারজনকে আসামি করা হয়েছে। ছয় প্রতিষ্ঠানের জরিমানা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলা শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই অর্থদ- করে। কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ সাদী জানান, নাগেশ্বরী বাজারে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ও পচাবাসি খাবার রাখার অপরাধে এশিয়া সুইটসকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে বনফুল হোটেলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ সাবান ও ভেজাল পণ্য রাখার অপরাধে মোল্লা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, পচাবাসি মিষ্টান্ন রাখার অপরাধে চয়েজ মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখার অপরাধে চাঁদনী পেপার হাউসকে এক হাজার টাকা এবং খাদ্যে ক্ষতিকর দ্রব্য রাখার অপরাধে হোটেল তাজকে এক হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ব্যবসায়ী দণ্ডিত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন ভূমিতে অবৈধভাবে ভবন তৈরি করে হোটেল পরিচালনা করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কর্ণফুলী ভরাট করে বালির ব্যবসা করার দায়ে দ-িত হয়েছেন আরেক ব্যবসায়ী। তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। বন্দর সূত্রে জানা যায়, দ-িত এই দুই ব্যবসায়ী হলেন- মোঃ আবুল কাশেম ও কামাল উদ্দিন। ঘাতকের ফাঁসির দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ অক্টোবর ॥ জেলার করিমগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রী লিমা আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। সহপাঠিকে হত্যার বিচার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ইচ্ছাগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বেশ কয়েকটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রতিবাদ জানায়। এ সময় ঘাতকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যুবলীগ নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তথ্যপ্রযুক্তির আইনের মামলায় বুধবার সকালে নগরীর গোরস্তান রোডের নিজ বাসা থেকে সাইদ আহম্মেদ মান্না নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নগরীর অভিজাত রেস্তরাঁ ‘হ্যান্ডিকড়াই’ এর বিরুদ্ধে তথ্য দিয়ে গত ৪ অক্টোবর সাঈদ আহমেদ মান্না নিজের ফেসবুক আইডি দিয়ে একটি স্টাটাস দেয়।
×