ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুবি ভর্তি পরীক্ষা

বাদ পড়া প্রার্থীদের ফরমের টাকা ফেরত দেয়া হবে

প্রকাশিত: ০৪:১৫, ২০ অক্টোবর ২০১৬

বাদ পড়া প্রার্থীদের ফরমের টাকা ফেরত দেয়া হবে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ এবার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে। যে সমস্ত আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে না তাদের কাছ থেকে ফরমের জন্য গৃহীত টাকা ফেরত দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সংক্রান্ত আবেদন ফরম বিশ্ববিদ্যালয়েব ওয়েবসাইটে পাওয়া যাবে। তা পূরণ করে অনলাইনে জমা দিলে স্ব স্ব ঠিকানায় মানি অর্ডারযোগে খরচ বাদ দিয়ে বাকি অর্থ ফেরত দেয়া হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সিদ্ধান্ত এই প্রথম নেয়া হলো। খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, এবার প্রত্যেক স্কুলে (অনুষদ) সর্বোচ্চ সাত হাজার আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের নামে মামলা শিক্ষককে মারপিট স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপহরণের পর মারপিট করে একটি রেজুলেশনপত্রে জোর করে স্বাক্ষর করে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের নামে থানায় মামলা দায়ের হয়েছে। আশাশুনি উপজেলার খাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলী বাদী হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মামলা দায়ের করেন। খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহনেওয়াজ ডালিমকে প্রধান আসামি করে পিরোজপুর গ্রামের ওমর আলী সরদারের ছেলে রিপন সরদার, খাজরা গ্রামের কাশেম সরদারের ছেলে নওয়াব আলী সরদার, মৃত সৈলেন্দ্র ঘোষের ছেলে অসীত বরণ ঘোষ, সাধন চন্দ্র ঘোষের ছেলে পংকজ ঘোষ ও দুর্গাপুর গ্রামের আছিরুদ্দিন গাজীর ছেলে লাভলু গাজীকে এ মামলার আসামি করা হয়েছে। বগুড়ায় হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় আপন ভাইকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলোÑ আয়াত আলী, আব্দুল খালেক, আব্দুল মতিন ও বুলু মিয়া। জানা যায়, নন্দিগ্রাম উপজেলার কুসমা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আায়াত আলী বগুড়া শহরতলীর ভাটকান্দিতে বসবাস করত। আয়াত আলীর সঙ্গে প্রতিবেশীদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে প্রতিবেশীকে ফাঁসাতে তার আপন ভাইকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০০৫ সালে ২৬ এপ্রিল ওই ৩ জন আব্দুর রহমাকে বগুড়া শহরে ডেকে নেয় এবং শ্বাসরোধ করে হত্যা করে। গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান নবম শ্রেণীর স্কুল ছাত্রকে হত্যার দায়ে বাড়ির কেয়ারটেকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু-াদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দ-প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া বুধবার বিকেলে এ রায় প্রদান করেন। ফাঁসির দ-প্রাপ্ত আসামি হলো মোঃ নূরুল ইসলাম (৪১)। সে হামিদ আলীর ছেলে। কঠিন চীবরদানোৎসব পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেড়িয়ার জেনারেল স.ম মাহবুব উল আলম, এইচজিপি, পিএসসি বলেছেন, বুদ্ধের অহিংসনীতি অনুসরণ ও প্রতিপালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সামাজিক শান্তি ও সাম্প্র্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, মহামতি ভগবান বুদ্ধের নীতি অনুযায়ী হিংসা বিদ্বেষ ভুলে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ ও মৈত্রীভাব সৃষ্টি সম্ভব হলে পার্বত্য চট্টগ্রামকে স্থায়ী শান্তির আবাসভূমিতে পরিণত করা যাবে। পার্বত্য অঞ্চলের প্রবীণ ধর্মীয় গুরু শ্রীমৎ চাইন্দাছড়া মহাস্থবির সভাপতিত্ব করেন। ব্রিজ উদ্বোধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলায় বারইপাড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বারইপাড়া-সুতাল ব্রিজের বুধবার উদ্বোধন করেছেন মীর শওকাত আলী বাদশা এমপি। এ উপলক্ষে ইউনিয়ন আ’লীগের সভাপতি হায়দার মোড়লের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান ছরোয়ার মোড়ল, যুবলীগ সভাপতি জাফর দর্জি, আরজু, সরদার শুকুর আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে।
×