ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মা-মেয়েসহ ছয় লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৫, ২০ অক্টোবর ২০১৬

মা-মেয়েসহ ছয় লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ কিশোরগঞ্জে স্কুলছাত্রী, ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়ে, বোয়ালমারীতে ছয় সন্তানের জনক, লক্ষ্মীপুরে অজ্ঞাত পরিচয় ও শাহজাদপুরে স্কুলছাত্রসহ ছয় লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : কিশোরগঞ্জ ॥ তাড়াইল উপজেলায় নিখোঁজের দুই দিন পর রীমা আক্তার (১৩) নামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে দিকদাইড় ইউনিয়নের রাজঘাট এলাকায় নরসুন্দা নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ বুধবার সদর উপজেলার মালিহাতার এক বাড়ি থেকে দিন মজুরের স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দিনমজুর বাচ্চু মিয়া পলাতক রয়েছে। নিহতরা হলো মালিহাতা গ্রামের রিক্সাচালক বাচ্চু মিয়ার স্ত্রী সফুরা বেগম (৩০) ও তার মেয়ে সরুফা বেগম (১০)। বোয়ালমারী, ফরিদপুর ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে ৬ সন্তানের জনক মোতালেব শরীফের (৬৫) ঝুলন্ত লাশ বুধবার ভোরে উদ্ধার করে লক্ষ্মীপুর ॥ কলেজ রোড পিটিআই মোড়ের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ মরদেহটি উদ্ধার করা হয়। শাহজাদপুর, সিরাজগগঞ্জ ॥ বুধবার সকালে উপজেলার জামিরতা বাজারের হাসি-খুশি কম্পিউটার ট্রেনিং সেন্টার নামের দোকান থেকে শান্ত ইসলাম ( ১৭ ) নামের স্কুল ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। ফিলিং স্টেশনে গ্যাস চুরি প্রতিরোধে অভিযান চলবে নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ অক্টোবর ॥ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. থেকে সিএনজি ফিলিং স্টেশনের অনুমোদন নিয়ে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা গ্যাস লুটে নিয়েছে অধিকাংশ মালিক। সম্প্রতি সংযোগ বিচ্ছিন্ন করা জেলার ১০টি সিএনজি স্টেশনের মালিক মাসে কমপক্ষে তিন কোটি টাকার গ্যাস লুটে নিয়েছে। এ গ্যাস চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে অবৈধ সংযোগ ও মিটার কারসাজির মাধ্যমে গ্যাস চুরির এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গ্যাস চোরদের বিরুদ্ধে গত ৩ সপ্তাহের অভিযানের সফলতা ও গ্যাস চুরির সঙ্গে জড়িত সিএনজি মালিক ও বাখরাবাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয় তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খান জানান, এরই মধ্যে ১৫টি সিএনজি স্টেশনে অভিযান পরিচালনা করে ১০টি সিএনজি স্টেশনে অবৈধ সংযোগ ও মিটার কারসাজির (টেম্পারিং) মাধ্যমে গ্যাস চুরির বিষয়টি ধরা পড়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী মোল্লা আবদুল ওয়াদুদ, মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আবুল হাসানাত, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) প্রকৌশলী নারায়ণ চন্দ্র পাল, ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী ইউসুফ আলী, উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান, উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) নাইমুল আলম খাঁনসহ কর্মকর্তাগণ। হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর উন্নয়ন ও সেবামূলক কর্মকা- পরিচালনায় নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যয়ন বিষয়ে বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান। চসিক মেয়র বলেন, আপনারা নিজেই নিজের পৌরকর নির্ধারণ করতে পারবেন। নগরবাসীর প্রদেয় ট্যাক্সের উপর ভিত্তি করে কর্পোরেশনের যাবতীয় সেবা ও ব্যয় পরিচালিত হয়। এর কোন বিকল্প নেই। বাড়ির মালিকরা নিয়মিত ট্যাক্স পরিশোধ করে যাবতীয় সেবায় সহযোগী হবেন- এ প্রত্যাশা সামনে রেখে সিটি কর্পোরেশন সেবার পরিধি নির্ধারণ করে থাকে। চলতি অর্থবছরেও ২ হাজার কোটি টাকারও অধিক বাজেট ঘোষিত হয়েছে। নাগরিকদের সার্বিক সহযোগিতায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×