ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় হত ৫

প্রকাশিত: ০৪:১২, ২০ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনায় হত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর ও সিলেটে শিশুসহ নিহত হয়েছে পাঁচজন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম ॥ মীরসরাই ও রাউজানে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজমপুর বাজার মরগাং সড়কে পিকআপ চাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম আনোয়ারা বেগম (৪৫)। তিনি উপজেলার ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের আবু কাশেমের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির পাশে সড়কে তাকে ফার্নিচারবোঝাই পিকআপ চাপা দেয়। অপরদিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজানে সড়ক দুর্ঘটনায় সুমন নাথ (৩০) নিহত হয়েছেন। তিনি আরএফএল কোম্পানির মাঠ কর্মকর্তা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জানালীহাটে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ॥ পৌর এলাকার দ্বারিয়াপুরে বুধবার সকালে ট্রাকচাপায় নিহত হয়েছেন কেবল অপারেটর কর্মী। তিনি দ্বারিয়াপুর হাতাপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৫০)। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, বুধবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর শাপলা ক্লাবের সামনে ড্রামবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল। শেরপুর ॥ নকলায় ভটভটি উল্টে আনন্দ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কায়দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আনন্দ শেরপুর সদরের রৌহা গ্রামের নূরুল ইসলামের ছেলে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় পতিত ভটভটিটি আটক করে থানায় নিয়ে যায়। সিলেট ॥ গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ রোডের উপজেলা পরিষদের সম্মুখে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা বাস ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত অটোরিক্সার ড্রাইভার সামাদ আহমদের (৪০) বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকায়।
×