ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘মোর সব সম্পত্তি লইয়া যান, খালি পোলাডারে ফিরাইয়া দ্যান’

প্রকাশিত: ০৪:১১, ২০ অক্টোবর ২০১৬

‘মোর সব সম্পত্তি লইয়া যান, খালি পোলাডারে ফিরাইয়া দ্যান’

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘মোর সব সম্পত্তি আমনেরা লইয়া যান, খালি মোর পোলাডারে আমনেরা ফিরাইয়া দ্যান। মুই জীবনেও কোনদিন জমির দাবি করমুনা, খালি মোর বাবায় বাইচ্চা থাকলেই হইবে’। এভাবেই বিলাপ করছিলেন অপহৃত যুবক সালাম মোল্লার বৃদ্ধ বাবা মতিন মোল্লা। ঘটনাটি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরফতেপুর গ্রামের। বুধবার দুপুরে গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে একভাবেই বিলাপ করেন মতিন মোল্লা। একইভাবে বিলাপ করেন সালামের বৃদ্ধ মা সেতারা বেগম, স্ত্রী হাজেরা বেগম ও বোন সুমী বেগম। সালামের ৫ বছরের অবুঝ শিশু জান্নাত ও ২ বছরের ছেলে সোলায়মান শুধু বাবা বাবা কান্না জুড়ে দেয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে সালাম মোল্লাকে প্রতিপক্ষের দেয়া গুমের হুমকির নয়দিন পর গত ১৩ অক্টোবর গভীর রাতে ঘরের বেড়া কেটে ঘুমন্ত যুবক সালামকে অপহরণের পর আজ পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ যুবকের ভাই জামাল মোল্লা অভিযোগ করেন, তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও পুলিশ আজ পর্যন্ত তাদের অভিযোগ মামলা হিসেবে রুজু করেননি। জামাল আরও অভিযোগ করেন, তার ভাইয়ের নিখোঁজের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাবুগঞ্জ থানার ওসি গত রবিবার তাদের ফোন দিয়ে বলেন, সালামকে ফরিদপুরের বোয়ালমারি এলাকায় পাওয়া গেছে। সে একটি মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। ওসির দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে একব্যক্তি বলেন, সালামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বাঁচাতে হলে জরুরী ভিত্তিতে রক্ত দেয়া প্রয়োজন। এরজন্য দ্রুত বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা দাবি করা হয়। জামাল বলেন, ভাইকে বাঁচাতে দ্রুত ওসির দেয়া মোবাইল নাম্বারে বিকাশ করে ৫ হাজার ১শ’ টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর থেকে ওই নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
×