ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে জায়গা সঙ্কট

খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার পণ্য

প্রকাশিত: ০৪:১১, ২০ অক্টোবর ২০১৬

খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার পণ্য

আবুল হোসেন, বেনাপোল ॥ স্থলবন্দর বেনাপোলে জায়গা সঙ্কটের কারণে রোদ বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য নষ্ট হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। আর নিয়মিত যানজট লেগে থাকায় বিড়ম্বনায় পড়ছে ব্যবসায়ী যাত্রী এবং পর্যটকরা। দেশের আমদানিকারক এবং ভারতের রফতানিকারকদের বেনাপোল হয়ে যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় এ পথে আমদানি রফতানি বাণিজ্য হয়ে থাকে দেশের সিংহভাগ। বেনাপোল বন্দরে আমদানিকৃত নতুন গাড়ি রাখার মত টার্মিনাল বা কোন শেড না থাকায় রাস্তার ওপর রাখায় যানজট তীব্র আকার ধারণ করে। এর ফলে গাড়ির টায়ার টিউব ব্যাটারি চুরি হচ্ছে বলে অভিযোগ করেছে এলাকার ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরে ভারতীয় আমদানিকৃত বিভিন্ন প্রকারের গাড়িগুলো প্রধান রাস্তার ওপরে পড়ে থাকায় বন্দরে অন্যান্য আমদানি পণ্য নিয়ে ভারতীয় গাড়ি প্রবেশ করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি ৪/৫ দিন পর্যন্ত বিভিন্ন শিল্পের কাচাঁমাল নিয়ে গাড়িগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করছে। এতে করে সাধারণ যাত্রী স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং পর্যটকরা পড়ছে বিপাকে। ব্যবসায়ীরা বলেন, বেনাপোল বন্দরে জায়গা সঙ্কটের কারণে এ ধরনের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে। বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, আমরা সরকারকে আমদানি পণ্যের ভাড়া দিয়ে ওয়্যারহাউজে পণ্য রাখি। তারপর সরকার এখান থেকে ভাড়া পেয়ে বন্দরের উন্নয়ন না করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার বন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করলে ও কোন চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে না। বন্দরের ধারণ ক্ষমতা ৩৬ হাজার টন। সেখানে আমদানি হয় ১ লাখ মেট্রিক টন। শেডে জায়গা না থাকায় আমদানি পণ্য কর্তৃপক্ষ রেখে দেয় খোলা আকাশের নিচে। এ বিষয়ে বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, আমরা বিষয়টির গুরুত্ব বুঝতে পারছি কিন্তু উর্ধতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও কোন কাজ হচ্ছে না। তবে আমাদের চেষ্টা চলছে যাতে দ্রুত এ সমস্যার সমাধান হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
×