ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের নয়া সিইও ফারবার্গ

প্রকাশিত: ০৪:১০, ২০ অক্টোবর ২০১৬

গ্রামীণফোনের নয়া সিইও ফারবার্গ

গ্রামীণফোনের বোর্ড অব ডিরেক্টর পেটার-বি ফারবার্গকে (৪৯) কোম্পানির অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে, যা আগামী ১ নবেম্বর থেকে কার্যকর হবে। একই সঙ্গে ফারবার্গ টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও কাজ করবেন। বর্তমানে তিনি ব্যাংকক ভিত্তিক টেলিনর ডিজিটাল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে তিনি তিন বছর টেলিনর মিয়ানমারে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন। ১৯৯৮ সালে টেলিনরে যোগ দেয়ার পর থেকে তিনি ডিট্যাকের চিফ ফিনান্সিয়াল অফিসার ও চিফ মার্কেটিং অফিসার এবং টেলিনর গ্রুপের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন উচ্চ পদে কাজ করেন। ফারবার্গ গ্রামীণফোনের বর্তমান সিইও রাজীব শেঠির স্থলাভিষিক্ত হবেন। শেঠি ২০১৪’র নবেম্বর থেকে গ্রামীণফোনে কর্মরত ছিলেন এবং তিনি অন্যত্র কাজ করবেন। ফারবার্গ নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতি ও ব্যবসা প্রশাসনে ডিগ্রী অর্জন করেছেন এবং একজন সনদপ্রাপ্ত ইউরোপিয়ান ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট (এএফএ/সিইএফএ)। গ্রামীণফোনের বোর্ড অব ডিরেক্টরস এখন সিইও পদে স্থায়ী নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করবে। -বিজ্ঞপ্তি ভারতে নিরাপত্তার জন্য ৬ লাখ ডেবিট কার্ড ব্লক নিরাপত্তা এবং কালো টাকা লেনদেন বন্ধ করতে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ও তার সহযোগী ব্যাংকগুলো প্রায় ৬ লাখ ২৫ হাজার গ্রাহকের ডেবিট কার্ড ব্লক করেছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, কয়েকটি এটিএম বুথে ‘সন্দেহজনক’ লেনদেন নজরে আসার পর এই ডেবিট কার্ডগুলো ব্লক করে দেয়া হয়েছে। এদিকে কোন নোটিস ছাড়াই কার্ডগুলো ব্লক করে দেয়ায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসবিআই জানিয়েছে, গ্রাহকদের এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে এবং তাদের নতুন কার্ডের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোতে আবেদন জানাতে বলা হয়েছে। আবেদনকারীর সব তথ্য ঠিক থাকলে সেখান থেকেই আবার নতুন করে ডেবিট কার্ড দেয়া হবে বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশের যাত্রা শুরু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ নামে নতুন একটি কোম্পানি আত্মপ্রকাশ করেছে। গত মঙ্গলবার এই কর্পোরেশনটি একটি যৌথ উদ্যোগের কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। এর সহযোগী কোম্পানি হিসেবে রয়েছে ‘স্ট্রাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড’ এবং ‘মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক’। আত্মপ্রকাশ করা উপলক্ষে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু’তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যান্ড রেগুলেটর অথরিটি বাংলাদেশের চেয়ারম্যান এম. শেফাক আহমেদ। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের মানুষদের মধ্যে ইন্স্যুরেন্সের সর্বোচ্চ সেবা পৌঁছে দেয়ায় কোম্পানির লক্ষ্য। বাংলাদেশের সব মানুষের জন্য উপযোগী এলআইসির ৫টি আকর্ষণীয় ইনস্যুরেন্স প্ল্যানের সঙ্গে সবাইকে পরিচিত করানো যার মূল উদ্দেশ্য। -অর্থনৈতিক রিপোর্টার
×