ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রবি-এয়ারটেল একীভূতকরণে চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত: ০৪:০৯, ২০ অক্টোবর ২০১৬

রবি-এয়ারটেল একীভূতকরণে চূড়ান্ত অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মোবাইলফোন অপারেটর রবি-এয়ারটেল একীভূতকরণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কমিশন চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আমরা একীভূতকরণ প্রস্তাবে অনুমোদন দিয়েছি। এটি সম্পন্ন হতে এক মাসের মতো লাগতে পারে। তিনি জানান, এটি টেলিযোগাযোগ শিল্পের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। এই খাতে কাজটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে। এদিকে গত ৩১ আগস্ট রবি ও এয়ারটেল একীভূত হতে অনুমোদন দেন। এরও আগে রবি ও এয়ারটেলের একীভূতকরণের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দেন। গত ৮ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিও তাদের অনাপত্তি পত্র দেয়। বিটিআরসি যে অনাপত্তি দেয় সেখানে ১৫টি শর্ত দেয়া হয়। উল্লেখযোগ্য দুটি শর্ত হলো অপারেটরেই কমিশনের কাছে বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। কোম্পানি ?দুটির সবকিছুতেই আইনানুগ কর্তৃপক্ষ/সংস্থা/ আদালতের অনুমোদন থাকতে হবে। অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোন শেয়ার হস্তান্তর বা ক্রয়-বিক্রয় করা যাবে। আরও উল্লেখ করা হয়, ০১৬ কোড দুই বছরের অধিককাল পর্যন্ত বিক্রি করা যাবে না। ওই সময়ের পরে বিটিআরসির নির্দেশনা অনুসারে ০১৬ কোডের গ্রাহককে ০১৮ কোডে স্থানান্তর করতে হবে। দুটি অপারেটরের কোনওটি থেকেই কোন কর্মীকে ছাঁটাই করা যাবে না। একীভূতকরণের পরে সবাই রবির কর্মী হিসেবে রূপান্তর হবেন। খুলনা বিভাগে উদ্বেগজনক হারে কমছে কৃষিজমি অর্থনৈতিক রিপোর্টার ॥ অপরিকল্পিত বাড়িঘর, আবাসন প্রকল্প, শিল্প-কারখানা ও বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে খুলনা বিভাগে উদ্বেগজনক হারে কমছে কৃষিজমি। ভরাট হচ্ছে পুকুর-জলাশয়। দখল হয়ে যাচ্ছে খাল। পরিবেশবিদদের মতে, কৃষিজমি কমতে থাকলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আর কৃষি কর্মকর্তারা এটাকে ভবিষ্যতের জন্য হুমকি উল্লেখ করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সবশেষ জরিপ অনুযায়ী, খুলনা বিভাগে প্রতি বছর ২ হাজার ৮৩১ হেক্টর জমি কমছে। যার হার দশমিক ২১ শতাংশ। আর ঢাকায় এ হার দশমিক ১৯ শতাংশ। ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত খুলনা বিভাগে কৃষিজমি কমার হার ছিল দশমিক শূন্য ৩ শতাংশ। এসব জমিতে বসতবাড়ি, বাণিজ্যিক ভবন ও মিল কলকারখানা গড়ে ওঠায় কমে যাচ্ছে ফসল উৎপাদন।
×