ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১ নবেম্বর থেকে আয়কর মেলা

প্রকাশিত: ০৪:০৯, ২০ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে ১ নবেম্বর থেকে আয়কর মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্দরনগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আগামী ১ নবেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আয়কর মেলা। সপ্তাহব্যাপী এই মেলা চলবে ৭ নবেম্বর পর্যন্ত। কর আপীল অঞ্চল চট্টগ্রামের কমিশনার ও আয়কর মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব হোসেন জানান, ১ থেকে ৮ নবেম্বর পর্যন্ত আয়কর মেলার আয়োজন করতে যাচ্ছি। একইসঙ্গে এই বছরের ২৪ থেকে ৩০ নবেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ এবং ৩০ নবেম্বর কর দিবস পালন করা হবে। তিনি বলেন, ৩০ নবেম্বর আয়কর রিটার্ন জমাদানের শেষ তারিখ নির্ধারণ করে দিয়েছে সরকার। কোন অবস্থাতেই এ সময় আর বাড়ানো হবে না। নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে পরবর্তীতে জরিমানার বিধান রাখা হয়েছে। এতে চলতি বছর আয়কর দিবস এবং আয়কর মেলা সেপ্টেম্বর মাসে করা হয়নি। আগামী ১ থেকে ৭ নবেম্বর পর্যন্ত আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ প্রতিটি বিভাগীয় শহরে একযোগে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া সব জেলা শহরে ৪ দিনের জন্য এই মেলার আয়োজন করা হবে। একইসঙ্গে দেশের ৮৬টি উপজেলা সদরে একদিন/ দুদিন করে ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। মাহবুব হোসেন বলেন, ২০০৮ সাল থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস পালন করে আসছিল সরকার। আয়কর দিবসকে ঘিরে ২০১০ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর মেলার আয়োজন করে আসছে। তবে এবার পুরো আয়োজনে একটু পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা ছিল। পরবর্তীতে প্রায় দুই মাস পর্যন্ত সময় বাড়ানো হতো। এবার তা আর হবে না। তিনি আরও জানান, বর্তমান নিয়মানুযায়ী ব্যক্তির বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে আয়কর পরিশোধ করতে হয়। মহিলা এবং ৬৫ বছরের উর্ধে যে কোন ব্যক্তির জন্য আয়করের নির্দিষ্ট সীমা ৩ লাখ টাকা। প্রতিবন্ধীদের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য ৪ লাখ ২৫ টাকা। অর্থাৎ বছরে উক্ত সীমার বেশি আয় করলে তাকে সরকারকে নির্দিষ্ট হারে কর প্রদান করতে হবে।
×