ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির দর বাড়ার কোন কারণ নেই

প্রকাশিত: ০৪:০৭, ২০ অক্টোবর ২০১৬

দুই কোম্পানির দর বাড়ার কোন কারণ নেই

বস্ত্র খাতের দেশ গার্মেন্টস এবং সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দরবৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। এর আগে অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে এই দুই কোম্পানিকে চিঠি পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই ডিএসইর চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাম্প্রতিক দর বাড়ার পেছনে তাদের অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। জানা যায়, দেশ গার্মেন্টসের শেয়ার দর গত ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৯ কার্যদিবসে ২২৩.৭০ টাকা থেকে একটানা বেড়ে ২৯৫ টাকায় অবস্থান করে। অন্যদিকে স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার দর গত ৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৯ কার্যদিবসে ৫০.১০ থেকে বেড়ে ৭০.৩০ টাকায় অবস্থান করে। -অর্থনৈতিক রিপোর্টার গ্রামীণ ফোনের ইপিএস বেড়েছে চলতি ২০১৬ হিসাব বছরের ৩ প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) গ্রামীণফোন লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১২ টাকা ৭০ পয়সা; যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটি আয় করেছিল ১০ টাকা ৮৩ পয়সা। কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ৩ টাকা ৭ পয়সা ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×