ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রহিমা ফুডের উদ্যোক্তা শেয়ার কিনবে সিটি গ্রুপ

প্রকাশিত: ০৪:০৭, ২০ অক্টোবর ২০১৬

রহিমা ফুডের উদ্যোক্তা শেয়ার কিনবে সিটি গ্রুপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের উদ্যোক্তা ও পদচ্যুত পরিচালকদের শেয়ার সিটি সুগার ইন্ডাস্ট্রিকে হস্তান্তরের সম্মতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির মোট ১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৮৭০টি শেয়ার সিটি সুগার ইন্ডাস্ট্রিকে হস্তান্তর করবে। সিটি সুগার ইন্ডাস্ট্রিজ তাদের মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শেয়ার দেবে। জানা গেছে, রহিমা ফুডের উদ্যোক্তা শেয়ারহোল্ডারের মধ্যে রাফিয়া চৌধুরীর ১৮ লাখ ৫৯ হাজার ৩৮টি, রামি রউফ চৌধুরী ৪০ লাখ ৪০ হাজার ৩৫৬টি, রবি রউফ চৌধুরীর ৪০ লাখ ৪০ হাজার ৩৫৬টি শেয়ার হস্তান্তর করা হবে। আর পদচ্যুত পরিচালকদের মধ্যে মোঃ শোয়েব ১ লাখ ২৫ হাজার, জাভেদ আলম ২ লাখ ৩১ হাজার ৫০০টি, নাজমুন নাহার ১ লাখ, নুরুন নাহার ১ লাখ ৫৭০টি ও মেহেরুন নাহার ১ লাখ শেয়ার হস্তান্তর করবেন। রানার অটোমোবাইলের রোডশো অনুষ্ঠিত অর্থনৈতিক রিপোর্টার ॥ বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসছে রানার অটোমোবাইল লিমিটেড। এরই অংশ হিসেবে রোড শোর আয়েজন করেছে কোম্পানিটি। বুধবার সন্ধ্যায় ৭টায় হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও-এ রোডশোর আয়োজন করে কোম্পানিটি। রোডশোতে কোম্পানিটির পক্ষ থেকে আর্থিক প্রতিবেদনসহ যাবতীয় তথ্যাদি উপস্থাপন করা হয়। কোম্পানিটির রোডশোতে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতোমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
×