ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিবন্ধন সনদ ফিরে পাওয়ায় বিক্রেতাশূন্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৪:০৭, ২০ অক্টোবর ২০১৬

নিবন্ধন সনদ ফিরে পাওয়ায় বিক্রেতাশূন্য স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাতিল হওয়া নিবন্ধন সনদ ফিরে পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। এতে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। প্রতিষ্ঠানটির আপীলের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির অনুকূলে নিবন্ধন সনদ পুনর্বহাল করেছে অর্থ মন্ত্রণালয়। এদিকে নিবন্ধন ফিরে পাওয়ার দিনে কোম্পানিটির শেয়ার বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। দিনটিতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১.৭০ টাকা। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটি। গত মঙ্গলবারও কোম্পানিটির শেয়ারের কোন বিক্রেতা ছিল না। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ বাতিল সংক্রান্ত আইডিআরএর সকল নির্দেশনা রহিত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পুনরায় বীমা ব্যবসা করতে পারবে। যা ২০১৫ সালের জুন মাস থেকে বন্ধ রয়েছে। পুনঃবীমায় অনিয়ম করার কারণে গত বছর আইডিআরএ এই বীমা কোম্পানিটির নিবন্ধন সনদ বাতিল করেছিল। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বীমা কাভারনোট, বীমা সার্টিফিকেট বা বীমা পলিসি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির বীমা ব্যবসা। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আপত্তি তোলা হয়। বিভিন্ন সভায় বিএসইসির পক্ষ থেকে আইডিআরএর সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করা হয়। তবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ বাতিলের সিদ্ধান্তে অনড় থাকে আইডিআরএ। কয়েক দফা আইডিআরএর কাছে আবেদন করেও কোন সুফল না পেয়ে বীমা আইন মেনে সরকারের দ্বারস্থ হয় প্রতিষ্ঠানটি। এরই পরিপ্রেক্ষিতে সরকার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল সরকার। সরকার থেকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় প্রতিষ্ঠানটি আবার সাধারণ বীমা ব্যবসা করতে পারবে বলে জানিয়েছেন আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ। এদিকে গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে বাড়ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দাম। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ১৩ টাকা ৪০ পয়সায়। ১৮ অক্টোবর লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়। আইডিআরএ সূত্র জানা গেছে, যে অনিয়মের কারণে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ বাতিল হয় সেই পুনঃবীমা সংক্রান্ত অনিয়মটি করা হয় স্ট্যান্ডার্ড গ্রুপের পলিসিতে। ২০১৩ সালের ২৮ নবেম্বর কোনাবাড়িতে গ্রুপটির বহুতল একটি ভবন আগুনে পুড়ে যায়। এরপর এই অগ্নিকাে র বীমা দাবির টাকা তুলতে অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ ওঠে কোম্পানিটির বিরুদ্ধে।
×