ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাল নিয়ে অনিয়ম

প্রকাশিত: ০৪:০৪, ২০ অক্টোবর ২০১৬

চাল নিয়ে অনিয়ম

চালের দাম বাড়ছে। অথচ দেশে এখন চালের সঙ্কট নেই বলে দাবি খাদ্যমন্ত্রীর। তাহলে কি বাজার নিয়ন্ত্রণ করার ও দেখার কেউ নেই? অভিযোগ উঠছে, যারা সঙ্কট তৈরি করছে এবং কেন করছে তা জানা সত্ত্বেও তাদের ও চালের দাম বৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রশ্ন দেখা দিয়েছে, চালের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হওয়ার পরও কেন আমদানি করা হচ্ছে। তবে কী পরিমাণ আমদানি হচ্ছে খাদ্য বিভাগ যেমন তার হিসাব রাখে না, তেমনি বাণিজ্য মন্ত্রণালয়ও। উল্লেখ্য, এই আমদানিতে পঁচিশ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। চালের দাম বাড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ। দিন আনে দিন খায় এমন মানুষজন দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্তমানে সরকারী গুদামে প্রায় সাড়ে সাত লাখ টন চাল মজুদ আছে। পাইপলাইনে রয়েছে দেড় লাখ টন। এবার সরকার সাত লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মিল মালিকদের ছয় লাখ বিশ হাজার মেট্রিক টন চাল সরবরাহ করার চুক্তি রয়েছে। কিন্তু তারা সরবরাহ করেছে চার লাখ আশি হাজার টন। তাদের কাছে পাওনা রয়েছে এক লাখ চল্লিশ হাজার টন। এজন্য তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আরও সময় বাড়ানো হয়েছে। বিভিন্ন কর্মসূচীতে সরকারের মাসে দুই লাখ টন চাল প্রয়োজন হয়। এবার পঁচিশ লাখ টন অতিরিক্ত ধান উৎপাদন হয়েছে। গুদামে যে মজুদ রয়েছে তা দিয়ে আগামী আমন মৌসুম পর্যন্ত চলার পরও প্রায় ছয় লাখ টন চাল মজুদ থাকবে। সুতরাং দেশে কোন ধরনের চাল সঙ্কটের সামান্য সম্ভাবনাও নেই। খাদ্য বিভাগের ধারণা, কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হচ্ছে বাজারে, যাতে চালের আমদানি শুল্ক বাতিল করা হয়। আবার সরাসরি কৃষকের কাছ থেকে সরকার এবার ধান কেনায় মিল মালিকরা ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে তারা নিজেরাই এই কাজটি করে আসছিলেন। এবার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমন অবস্থান থেকে চালের দাম বাড়ানো হচ্ছে। আবার দেখা গেছে, আমদানি করা চাল অত্যন্ত নিম্নমানের, খাবার উপযোগী নয়। অতএব, আমদানির ক্ষতিপূরণে চালের দাম বাড়ানো হচ্ছে। সৃষ্ট কৃত্রিম সঙ্কট মোকাবেলায় খুব শীঘ্রই ঢাকা চট্টগ্রাম ও খুলনায় খোলা বাজারে কম মূল্যে চাল বিক্রির প্রক্রিয়া শুরু করছে খাদ্য বিভাগ। পরে পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী সারাদেশে চালু করা হতে পারে। এই ক্ষেত্রেও অনিয়ম, দুর্নীতির কথা বলা হচ্ছে। কারণ, অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, বারবারই এসব ক্ষেত্রে অনিয়মের চিত্র উঠে এসেছে। সম্প্রতি হতদরিদ্রের জন্য খাদ্যবান্ধব কর্মসূচী ‘দশ টাকা কেজি’ চাল বিক্রিতে নানা অনিয়মের কথা উঠে আসছে যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তবে কর্তৃপক্ষ অভিযোগগুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ডিলারের ডিলারশিপ বাতিলসহ কয়েকজনকে প্রেফতার করা হয়েছে। মাঠ পর্যায়ে বাড়ানো হয়েছে তদারকি। আসলে যে কর্মসূচী সুষ্ঠুভাবে পরিচালনা হয় না এবং যথাযথ প্রশিক্ষণ ও পরামর্শ থাকে না, সেখানে অনিয়ম বাড়বেই। চালের কৃত্রিম সঙ্কট বজায় রেখে খোলা বাজারে চাল বিক্রিতে সুফল পাওয়া দুষ্কর। চাল নিয়ে যে ধরনের অনিয়ম চলছে তা দ্রুত বন্ধ করা জরুরী। এজন্য কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে জনগণ।
×