ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালবাসাই চিরঞ্জীব

প্রকাশিত: ০৪:০৩, ২০ অক্টোবর ২০১৬

ভালবাসাই চিরঞ্জীব

মানুষের জীবনে যতগুলো অনুভূতি আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো ভালবাসা। এই সুন্দর অনুভূতির জন্য আমরা একজন অপরের কাছে আসি। একজন অন্যকে মিস করি এবং তাকে নিয়ে সারা জীবন কাটাই। আর এই সবকিছু হয় ভালবাসার মাধ্যমে। কিন্তু ভালবাসা অর্জনে ব্যর্থ হলে কেউ কেউ প্রতিহিংসায় ভোগে। আর প্রতিহিংসা থেকে সৃষ্টি হয় হত্যা, এসিড নিক্ষেপ আর এর শিকার হচ্ছে মেয়ে শিশু ও নারী। জনকণ্ঠ পত্রিকায় শেষের পাতায় একটা খবর ছাপা হয়েছে ক’দিন আগে কুয়াকাটায় চলন্ত মোটরসাইকেল থেকে প্রেমিকাকে ফেলে দিল পাষ- যুবক। এ রকম ঘটনা পত্রিকায় প্রায়ই দেখতে পাওয়া যায়। কিন্তু এর কোন প্রতিকার পাওয়া যায় না। ফলে অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে চলছে। প্রেম ও ভালবাসা একটি পবিত্র সম্পর্ক। প্রেমের প্রস্তাব দেয়া অপরাধ নয় যদি হয় ভাল উপস্থাপন। পৃথিবীতে তারা স্মরণীয় হয়ে আছেন যারা সত্যিকার ভালবেসেছিল। সত্যিকারের ভালবাসা মনকে আনন্দ দেয় কখনও প্রতিহিংসা সৃষ্টি করে না। শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ থেকে
×