ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার বন্ধুর ‘অংশবিশেষ’

প্রকাশিত: ২৩:৪৩, ১৯ অক্টোবর ২০১৬

চার বন্ধুর ‘অংশবিশেষ’

অনলাইন ডেস্ক ॥ রাফসান, পল্টন আর সাগর তিন বন্ধু। তাদের আরও এক বন্ধু ছিলো নাম আবীর, যে সব কাজের মধ্যমনি। সব সমস্যার সমাধান আবীরের কাছে। তাই আবীরকে খুব ভালোবাসে সবাই। ছাত্রাবস্থায় কাউকে কিছু না জানিয়ে ফারিয়া নামের এক মেয়েকে বিয়ে করে ফেলে রাফসান। এদিকে পরিবারের পক্ষ থেকে ফারিয়াকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে রাফসান আর ফারিয়ার মধ্যে মতবিরোধ তৈরি হয়। অন্যদিকে, ভার্সিটির এক জুনিয়র মেয়ের প্রেমে পড়ে সাগর। কিন্তু নীলা নামের মেয়েটি পছন্দ করে পল্টনকে। এসব সমস্যার সমাধানে আবীরকে স্মরণ করে তারা। কিন্তু আবীর গ্রামের বাড়ি চলে গেছে। অনেকদিন তার কোনও খোঁজ নেই। সবাই মিলে চলে যায় আবীরের বাড়ি। কিন্তু আবীরকে আর পায় না তারা। এইভাবে এগিয়ে চলে গল্প। উপরের গল্পগুলো নিয়েই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘অংশবিশেষ’। শিশিরের রচনায় এটি পরিচালনা করেছেন জয়নাল আবেদীন শিশির ও ইফতেখার আবেদীন ওশীন। অভিনয় করেছেন তৌসিফ, শবনম ফারিয়া, জোভান প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
×