ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৫৭ ভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ২৩:৩৩, ১৯ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে ৫৭ ভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১১ কোটি ৩২ লাখ টাকা কম লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৫৭১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭০২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫০ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক, আরামিট সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, একটিভ ফাইন, একমি ল্যাবরেটরিজ, প্রিমিয়ার ব্যাংক, ডরিন পাওয়ার, বে´িমকো, গ্লোবাল হেভি কেমিক্যাল ও সিভিও পেট্রো কেমিক্যাল।
×