ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানসিক অবসাদের শিকার ছিলেন হৃতিক রোশন

প্রকাশিত: ২১:১৭, ১৯ অক্টোবর ২০১৬

মানসিক অবসাদের শিকার ছিলেন হৃতিক রোশন

অনলাইন ডেস্ক॥ তখন তিনি খ্যাতির মধ্যগগনে। তবু গতবছর মানসিক অবসাদ গ্রাস করেছিল হৃতিক রোশনকে। মনোরোগ নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচার অভিযানে অংশ নিয়েছেন হৃতিক। সেখানেই এই তথ্য ফাঁস করেছেন তিনি। হৃতিক বলেছেন, ‘সেই সময় জীবনটা অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনো কাজেই মনোনিবেশ করতে পারছিলাম না। মনে হচ্ছিল সব কাজ ছেড়ে বাড়িতে বসে থাকি। কিন্তু নিজের সঙ্গে লড়াই করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি।’ এইডস বা ক্যানসারের পাশাপাশি মানসিক অবসাদকেও এই মুহূর্তের বিশ্বের অন্যতম বড় বিপদ হিসাবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানসিক অবসাদের ভুগছেন যাঁরা, তাঁদের উদ্দেশে হৃতিকের বার্তা, ‘হেরে গিয়ে পিছিয়ে পড়লে হবে না। মনোরোগীদের লড়াই আসলে নিজের সঙ্গেই। অনেকে শুরুতে বুঝতেই পারেন না, যে তাঁদের মধ্যে মানসিক অবসাদ বাসা বেঁধেছে। তাই সবসময় হাসিখুশি থাকুন। সুস্থ থাকুন। ভাল থাকুন। সূত্র: আজকাল
×