ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন শেখ জামালকে হারাল দুর্বল শেখ রাসেল

প্রকাশিত: ০৮:৩৯, ১৯ অক্টোবর ২০১৬

চ্যাম্পিয়ন শেখ জামালকে হারাল দুর্বল শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল। রাসেলের নামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ক্লাবটি। পাইওনিয়ার ফুটবল দিয়ে যাত্রা শুরু করা ক্লাবটি পরবর্তীতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাবে পরিণত হয়। মঙ্গলবার ছিল রাসেলের ৫৩তম জন্মদিন। এমন শুভ দিনে কাক্সিক্ষত জয় কুড়িয়ে নিল ক্লাবটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে রাতের খেলায় তারা জিতেছে অতিকষ্টে। ১-০ গোলে হারিয়েছে লীগের বর্তমান শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডকে। ম্যাচের ১৬ মিনিটে রাসেলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার নাসিরুল ইসলাম নাসির। সতীর্থ মিডফিল্ডার মোনায়েম খান রাজুর থ্রু পাস ধরে প্রতিপক্ষের বক্সে ঢুকে জামালের আগুয়ান গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের দু পায়ের ফাঁক দিয়ে নিচু গড়ানো শটে লক্ষ্যভেদ করেন নাসির। ম্যাচ শুরুর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাসেলের ফুটবলাররা গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশে ৫৩টি ফুটবল লাথি মেরে পাঠিয়ে বলগুলো তাদের উপহার দেন। জামালকে হারানোর আগে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল ১২ দলের মধ্যে তলানীতে। ১০ ম্যাচে জয় মাত্র ১টি। রেলিগেশনের শঙ্কায় কাঁপছিল শেখ রাসেল। সেই অবস্থায় মঙ্গলবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের জন্মদিনে উজ্জীবিত হয়ে খেলতে নেমে জামালকে হারিয়ে কিছুটা হলেও যেন ধড়ে ‘প্রাণ’ ফিরে পায় শেখ রাসেল কেসি। নিজেদের একাদশ ম্যাচে এটা রাসেলের দ্বিতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এলো তারা। পেছনে ফেলল উত্তর বারিধারাকে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা জামালের দ্বিতীয় হার। ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে আগের চতুর্থ স্থানেই। অবশ্য জেতার চরম মূল্যও দিতে হয়েছে রাসেলকে। ম্যাচের ৬০ মিনিটে এক ফ্রি কিক থেকে জামালের ওয়েডসন এ্যালসেলমের ফ্রি কিকের বল ফিস্ট করতে গিয়ে পড়ে গিয়ে পোস্টের রডে লেগে মেরুদ-ে ব্যথা পান রাসেলের গোলরক্ষক জিয়াউর রহমান। অজ্ঞান হয়ে পড়েন তিনি। অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে তাকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। তার পরিবর্তে মাঠে নেমে দলকে আর কোন গোল হজম করতে দেননি অভিজ্ঞ এবং সাবেক জাতীয় দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য।
×