ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বসেরা হওয়ার অপেক্ষায় নেইমার

প্রকাশিত: ০৪:৪০, ১৯ অক্টোবর ২০১৬

বিশ্বসেরা হওয়ার অপেক্ষায় নেইমার

ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে শত্রু-মিত্র সবার মন জয় করেছেন নেইমার। দিনকয়েক আগে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা বলেন, নেইমারের খেলা দেখতে তার ভাল লাগে। এবার বার্সিলোনার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ বললেন, লিওনেল মেসির পর নেইমার হবে বিশ্বসেরা ফুটবলার। ক্লাব সতীর্থ মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে গতবছর ফিফা ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার ধারাবাহিক দারুণ পারফর্মেন্সের জন্যই রাকিটিচের বিশ্বাস, মেসির পর পরবর্তী বিশ্বসেরা হবে এই ফরোয়ার্ড। সোমবার সাক্ষাতকারে রাকিটিচ বলেন, আমরা যদি সেরার বিষয়ে কথা বলি, তা লিওনেল মেসি। নেইমার পরবর্তী সেরা হওয়ার পথে আছে। তার সঙ্গে নতুন চুক্তি করতে বার্সা সর্বোচ্চ চেষ্টা করবে এবং তারা হয়তো যত বেশি সম্ভব একটা বাইআউট ক্লজ রাখবে। কারণ নিশ্চিতভাবেই সে পরবর্তী মেসি হবে। ব্রাজিলিয়ান সুপারস্টারের উচ্ছ্বাসিত প্রশংসা করে রাকিটিচ বলেন, ৩০০’র মতো গোল করেছে নেইমার এবং এখন তার বয়স ২৪। সে আসলেই স্পেশাল। ২০১৩ সালে ন্যুক্যাম্পে যোগ দেয়ার পর থেকে এ পর্যন্ত বার্সিলোনার হয়ে লা লিগায় ৫৯টি গোল করেছেন নেইমার। এ সময়ে একটি চ্যাম্পিয়ন্স লীগ ও দুটি লীগসহ মোট ৭টি শিরোপা জিতেছেন। ২০১৪-১৫ মৌসুমে দলকে অনন্য ‘ট্রেবল’ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০১৪ সালে বার্সিলোনায় যোগ দেয়া রাকিটিচ আরেক সতীর্থ লুইস সুয়ারেজেরও ভূয়সী প্রশংসা করেন। তার মতে, লিভারপুলে থাকার সময়ই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকার হয়ে ওঠেন উরুগুয়ের এই তারকা। বার্সিলোনার মতো বড় দলে এসেও সে অসাধারণ খেলে চলেছে। এদিকে স্প্যানিশ লা লিগা এবার দারুণভাবে জমে উঠেছে। এতদিন লা লিগা মানেই ছিল শুধু রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনার লড়াই। গত কয়েক মৌসুম ধরে যোগ হয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদের নাম। তবে এবারের মৌসুমে (২০১৬-১৭) পাল্টে যেতে পারে দৃশ্যপট। মৌসুমের শুরুতে শিরোপা জয়ের জন্য পাল্লা দিয়ে লড়তে দেখা যাচ্ছে ছয়টি ক্লাবকে। লা লিগায় এমন দৃশ্য দেখা যাচ্ছে ১০ বছর পর। ২০০৬-০৭ মৌসুমের প্রথম আট ম্যাচ শেষে শীর্ষ ছয়টি দলের পয়েন্ট ব্যবধান ছিল তিন। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বার্সিলোনা। ষষ্ঠ স্থানে থাকা গেটাফের ঘরে জমা হয়েছিল ১৪ পয়েন্ট। ঠিক ১০ বছর পর এবারের মৌসুমেও দেখা যাচ্ছে এমন চিত্র। চলমান মৌসুমের প্রথম আট ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে এ্যাটলেটিকো ও রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা বার্সিলোনা ও ভিয়ারিয়ালের ১৬ পয়েন্ট। ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এ্যাথলেটিক বিলবাও। এ কারণে আগামী সপ্তাহে আরও জমজমাট হয়ে উঠতে পারে লা লিগার লড়াই। যেখানে এ্যাটলেটিকো খেলবে সেভিয়ার বিরুদ্ধে। আর এ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল। ২০০০ সাল থেকে লা লিগার সর্বশেষ ১৬টি আসরের ১৩টি শিরোপাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে রিয়াল মাদ্রিদ (৫) ও বার্সিলোনা (৮)। ২০১৩-১৪ মৌসুমে দীর্ঘদিন পর বার্সা-রিয়ালের একক আধিপত্য ভেঙ্গেছিল এ্যাটলেটিকো।
×