ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোয়েবের ঝড় তোলা মন্তব্য

প্রকাশিত: ০৪:৩৯, ১৯ অক্টোবর ২০১৬

শোয়েবের ঝড় তোলা মন্তব্য

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠে বল হাতে গতির ঝড় তুলতেন শোয়েব আকতার। তার সময়ে ড্রেসিং রুমের দমবন্ধ করা পরিবেশ, মোহাম্মদ আমিরের ফিক্সিংয়ে জড়িয়ে পড়াসহ আরও অনেক বিষয়ে মন্তব্য করে এবার নতুন করে আলোচনার জন্ম দিলেন সাবেক পাকিস্তানী পেসার। ‘১৯৯৬ সালের দিকে আমি পাকিস্তানের যে ড্রেসিং রুম দেখেছি, সেটি ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বাজে ড্রেসিং রুম!’ স্থানীয় টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে বলেন, ৪১ বছর বয়সী শোয়েব আকতার। এ বিষয়ে তিনি আরও যোগ করেন, ‘বিশ্বাস করুন এর চেয়ে খারাপ ড্রেসিং রুম আর হতে পারে না। পরিবেশটাই আমার কাছে বড় অদ্ভুত মনে হতো। ক্রিকেটের বাইরে সবকিছুই চলত! মনোযোগ ধরে রাখাই মুশকিল ছিল।’ বল হাতে আগুনের গোলা ছোড়া এই পেসার ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন। দলটির আধুনিক সময়ের অন্যতম আলোচিত ক্রিকেটার তিনি। মোহাম্মদ আমির সম্পর্কে শোয়েব আকতারের মন্তব্য, ‘ওকে আমি আগেই সাবধান করেছিলাম। সন্দেহজনক লোকদের এড়িয়ে চলতে, ম্যাচ গড়াপেটার সম্ভাব্য বিপদের কথাও বলেছিলাম। কিন্তু আমির পাত্তা দেয়নি। সেও পরে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ল।’ নিজে সবসময় এসব অনৈতিক কাজ থেকে দূরে থাকতেন উল্লেখ করে বলেন, ‘আমি কখনই এসবের মধ্যে নিজেকে জড়াইনি। অন্যদেরও বলেছি এসব অন্যায় থেকে দূরে থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের হয়ে খেলতে।’ সম্প্রতি গ্রেট জাভেদ মিয়াদাঁদ ও শহীদ আফ্রিদির মধ্যকার ‘বিবাদ’ পাকিস্তান ক্রিকেটকে নতুন করে প্রশ্নের সম্মুখীন করতে পারত বলে মনে করেন শোয়েব, ‘এই ঝগড়াটা খুব বাজে পর্যায়ে চলে গিয়েছিল। আফ্রিদি জাভেদ ভাইকে আদালতে নিলে সে প্যান্ডোরার বাক্স খুলে দিত। অন্য অনেক ক্রিকেটারই এর সঙ্গে জড়িয়ে পড়ত। আখেরে সেটি পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতির কারণ হতো’। দুই সাবেক তারকা ক্রিকেটারের দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে নিজের ভূমিকার কথাও জানিয়েছেন শোয়েব, ‘আমি নিজে আফ্রিদি আর জাভেদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আফ্রিদিকে বলেছি, ব্যাপারটি আদালতের বাইরে মিটিয়ে ফেলতে, জাভেদ ভাইকে বলেছি তিনি যেন রাগ সামলে রাখেন। তার মতো মানুষের মুখে যে সবধরনের কথা মানায় না, সেটি খেয়াল রাখা উচিত।’ মাঠের ক্রিকেট ছাড়ার চার বছর পর ২০০০ সালে ম্যাচ পাতানো কেলেঙ্কারি সামনে আসার পর নিষিদ্ধ হন পাকিস্তান ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান মিয়াদাঁদ। এর পর নানা সময় দেশটির ক্রিকেট ও ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কিন্তু সেভাবে কোন প্রমাণ মেলেনি। মাঠের মতো বাইরেও পাকিস্তানী ক্রিকেটাররা আলোচিত। বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে সংবাদ মাধ্যমের খোরাক যোগান। শোয়েব আকতারই বা বাদ যাবেন কেন! জামালপুরে চেচিয়াবাধা বিদ্যালয় চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ জামালপুরে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল’ প্রতিযোগিতায় বালক বিভাগে চেচিয়াবাধা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে সরিষাবাড়ী উপজেলার চেচিয়াবাধা সরকারী প্রাথমিক বিদ্যালয় বকশীগঞ্জ উপজেলার সারমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১০-০ গোলে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আসিফ ৪, শাকিল ৩, স্মরণ ২ ও আশিক ১টি করে গোল করেন।
×