ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রেমলিন কাপ থেকে বেনচিচের বিদায়

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ অক্টোবর ২০১৬

ক্রেমলিন কাপ থেকে বেনচিচের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ উদীয়মান রাশিয়ান টেনিস তারকা দারিয়া কাসাতকিনা দারুণ শুরু করেছেন ক্রেমলিন কাপে। প্রথম পর্বেই দুর্দান্ত জয় তুলে নিয়েছেন তিনি। আরেক উদীয়মান তারকা বেলিন্ডা বেনচিচকে হারিয়ে দিয়েছেন তিনি সরাসরি সেটে। উঠে গেছেন দ্বিতীয় পর্বে। এছাড়া হাঙ্গেরির টিমিয়া বাবোস কষ্টার্জিত জয়ে প্রথম পর্বের গ-ি পেরিয়েছেন। মস্কোয় ক্রেমলিন কাপে একই সঙ্গে এটিপি ও ডব্লিউটিএ প্রতিযোগিতা চলছে। আসরে অষ্টম বাছাই হিসেবে খেলছেন ১৯ বছর বয়সী তরুণী দারিয়া। তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বর অবস্থানে। সাম্প্রতিক সময়ে বেশ ভাল ফর্মেও আছেন এ রাশিয়ান সুন্দরী। শুরুটাও করলেন এখানে উড়ন্ত! বেনচিচকে পাত্তাই দেননি। উড়িয়ে দিয়েছেন ৬-৪, ৬-১ সেটে। সুইজারল্যান্ডের তরুণী বেনচিচের সঙ্গে সার্বিক মোকাবেলায় এখন ১-১ সমতা। যদিও ম্যাচের শুরুতেই ব্রেক পয়েন্ট জিতে সুইস গ্ল্যামার গার্ল বেনচিচ ভালভাবেই সূচনা করেছিলেন। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি তিনি। এরপর টানা দুটি ব্রেক পয়েন্ট জিতে এগিয়ে যান দারিয়া। মাত্র ৩৮ মিনিটেই প্রথম সেট জিতে যান দারিয়া। আর দ্বিতীয় সেটে একেবারে দাঁড়াতেই পারেননি বেনচিচ, হেরে গেছেন ৬-১ ব্যবধানে। সবমিলিয়ে মাত্র ১ ঘণ্টায় ম্যাচ জিতে নেন দারিয়া। এরপর দারুণ খুশি হয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। প্রথমদিকে আমি বেশ স্নায়ুচাপ অনুভব করছিলাম। পিছিয়ে পড়ার পর নিজের খেলায় কিছুটা পরিবর্তন এনেছিলাম এবং অনেক বেশি আক্রমণাত্মক টেনিস খেলার চেষ্টা করেছি। সৌভাগ্যক্রমে সেটা কাজে লেগেছে। এখন জেতার পর আমি সত্যিই খুব খুশি।’ এই ম্যাচের আগেই নবম বাছাই হাঙ্গেরির তরুণী বাবোস জয় পেয়েছেন। কিন্তু রোমানিয়ার ক্যামেলিয়ান ইরিনা বেগুকে হারাতে দারুণ লড়াই করতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত ৬-২, ৬-৭ (২-৭) ও ৭-৫ সেটে স্বস্তির জয় তুলে নেন বাবোস। প্রথম সেটেই দুটি ব্রেক পয়েন্ট জিতে এগিয়ে যান ২৬ নম্বর র‌্যাঙ্কিংধারী বাবোস। তবে দ্বিতীয় সেট থেকে কঠিন প্রতিরোধ গড়ে তোলেন বেগু এবং জিতে যান টাইব্রেকে। সবমিলিয়ে ম্যাচটি শেষ হয়েছে ২ ঘণ্টা ২৭ মিনিটের দীর্ঘ তিন সেটের লড়াইয়ের পর। জয়ের পর বাবোস বলেন, ‘আজ আমি চেষ্টা করেছি শান্ত থাকার। নিজের স্নায়ুটাকে নিয়ন্ত্রণ করেছি এবং প্রতিটি পয়েন্ট জেতার জন্য সচেষ্ট থেকেছি। এই শান্ত মনোভাবটাই কার্যকর হয়েছে। বেগু আমার দুর্বলতা ভালভাবেই জানে এবং আমিও তারটা। কিন্তু এ ধরনের কঠিন ম্যাচে কৌশল কোন বিষয় নয়, বড় ব্যাপার হচ্ছে স্নায়ুচাপ।’ এটিপি বিভাগে ব্রাজিলের থমাজ বেলুচ্চি বেশ সহজেই উঠে গেছেন দ্বিতীয় পর্বে। তিনি ওয়াইল্ড কার্ড নিয়ে আসা সেম ইলকেইকে সরাসরি ৭-৫, ৬-১ সেটে হারিয়ে দেন। আর চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোল ৭-৫, ৬-২ সেটে হারিয়েছেন অস্ট্রিয়ার জেরাল্ড মেলজারকে।
×