ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যুক্যাম্পে গুরু-শিষ্যের শ্রেষ্ঠত্বের লড়াই

প্রকাশিত: ০৪:৩৬, ১৯ অক্টোবর ২০১৬

ন্যুক্যাম্পে গুরু-শিষ্যের শ্রেষ্ঠত্বের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ সময় কতকিছুই না বাধ্য করে মানুষকে। সময়ের অন্যতম সেরা কোচ পেপ গার্ডিওলাও যেমন সাবেক প্রাণের ক্লাবের বিরুদ্ধে ডাগআউটে দাঁড়াচ্ছেন। খেলোয়াড় ও কোচ হিসেবে ন্যুক্যাম্পের সবকিছুই জানা এই স্প্যানিশের। সময়ের অমোঘ নিয়মে সেই তিনি এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ। এই অবস্থানে থেকেই সাবেক ক্লাব বার্সিলোনার বিরুদ্ধে দিকনির্দেশনা দিবেন গার্ডিওলা। কেননা আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও বার্সিলোনা। এই ম্যাচে গার্ডিওলার ন্যুক্যাম্পে ফেরা নিয়ে যতটা না কথা হচ্ছে তারচেয়ে বেশি হচ্ছে গুরু-শিষ্যের লড়াই নিয়ে। বার্সায় থাকাকালীন কোচ গার্ডিওলা ও ফুটবলার লিওনেল মেসির মধ্যে দুর্দান্ত জুটি গড়ে উঠেছিল। দু’জনের বোঝাপড়াও ছিল অসাধারণ। সেই গুরু-শিষ্য আজ একে অপরের বিরুদ্ধে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে বাজিমাত করেন সেটা দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব। চ্যাম্পিয়ন্স লীগে আজ রাতে মাঠে নামছে আরও অনেক দল। ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-লুডোগোরেটস রাজগার্ড ও প্যারিস সেইন্ট-জার্মেইন-এফসি বাসেল। ‘বি’ গ্রুপে নেপোলির প্রতিপক্ষ বেসিকটাস। ‘ডি’ গ্রুপে লড়বে রোস্টভ-এ্যাটলেটিকো মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ-পিএসভি আইন্দহোভেন। ন্যুক্যাম্পের হাড়ির খবর পর্যন্ত জানেন গার্ডিওলা। খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সিলোনার এই মাঠেই তিনি কাটিয়েছেন ক্যারিয়ারের স্বর্ণালি সময়। দীর্ঘদিন পর আবার সেই ন্যুক্যাম্পে ফিরছেন সময়ের অন্যতম সেরা এই কোচ। তবে এবার তিনি থাকবেন প্রতিপক্ষ দলের ডাগআউটে। ১৯৯২ সালে বার্সার খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিলেন গার্ডিওলা। পরে কোচ হিসেবেও জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত গার্ডিওলার অধীনেই বার্সিলোনা কাটিয়েছে তাদের ক্লাব ইতিহাসের সেরা সময়। চার বছরে জিতেছে মোট রেকর্ড ১৪টি শিরোপা। তবে এখন বার্সিলোনার জয় না, হারই কাম্য গার্ডিওলার! বার্সাকে হারিয়ে ম্যানসিটির নকআউট পর্ব নিশ্চিত করার পরিকল্পনাই করছেন এই স্প্যানিশ কোচ। বার্সিলোনার মুখোমুখি হওয়ার আগে গার্ডিওলা বলেন, গ্রুপ পর্বে আমাদের আর চারটি ম্যাচ আছে। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এর মধ্যে দুটিতে আমাদের জিততে হবে। আর আমরা আগামী ম্যাচেই (বার্সিলোনার বিরুদ্ধে) প্রথম পয়েন্টটা পাওয়ার চেষ্টা করব। ন্যুক্যাম্পে বার্সার বিরুদ্ধে জয় যে অনেক কঠিন কাজ, সে ব্যাপারেও ভালই জানা গার্র্ডিওলার। ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের মাঠে একটি ম্যাচও হারেনি কাতালানরা। আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারও আছেন দুর্দান্ত ফর্মে। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে গোল করেছেন মেসি। এ সময়ের অন্যতম সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলাটা যে মোটেও সহজ হবে না, সেটা স্মরণ করিয়ে দিয়েছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ সার্জিও এ্যাগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বলেন, মেসিকে আটকান খুব কঠিন হবে। আমি এটা অভিজ্ঞতা থেকে জানি। এখন আমরা এটাই আশা করতে পারি যে, মেসি একটা খারাপদিন কাটাবে আর আমাদের রক্ষণভাগ জীবনের সেরা খেলাটা খেলবে। এটা এতটাই কঠিন কাজ। কারণ লিও এ সময়ের সেরা খেলোয়াড়। ইতোমধ্যে গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বে খেলার দৌড়ে এগিয়ে গেছে বার্সা। আজ ম্যানসিটিকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে লুইস এনরিকের দলের। মেসিকে আটকান নিয়ে এ্যাগুয়েরো চিন্তিত হলেও দুশ্চিন্তা করছেন না ম্যানসিটি তারকা কেভিন ডি ব্রুইনে।
×