ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পুরস্কার পেলেন শাহ কামাল

প্রকাশিত: ০৪:১৯, ১৯ অক্টোবর ২০১৬

বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ পুরস্কার পেলেন শাহ কামাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ এ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” পেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এবং বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) মোঃ শাহ্ কামাল। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। স্কাউটিং সম্প্রসারণ, উন্নয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্কাউটের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ, দায়িত্ব পালন ও সহায়তাকরণের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ২০১৩ সালে তিনি বাংলাদেশ স্কাউটের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার “রৌপ্য ইলিশ” লাভ করেছিলেন। ১৯৭২ সালে ছাত্রজীবন থেকেই তিনি স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হন। শেখ রাসেলের জন্মদিনে কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা বিশেষ প্রতিনিধি ॥ নানা আনুষ্ঠানিকতায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন। ৫২তম জন্মদিনে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ, ড. আবদুর রাজ্জাক, ড. হাছান মাহমুদ, আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। পরে বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ রাসেলের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বাদ মাগরিব ধানম-ির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
×