ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৪:১৪, ১৯ অক্টোবর ২০১৬

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্বাচিত

বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলম এমপি চতুর্থবারের মতো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যতম মহিলা শিল্পোদ্যোক্তা কাজী মাহমুদা জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির ২৩১তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে তারা নির্বাচিত হন। চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ব্যাংক ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব এবং স্বনামধন্য শিল্পোদ্যোক্তা। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং ২০১৩ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দেশের খ্যাতনামা শিল্প পরিবার বেঙ্গল গ্রুপ ও জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভির চেয়ারম্যান। কাজী মাহমুদা জামান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক। সফল মহিলা শিল্পোদ্যোক্তা কাজী মাহমুদা জামান গার্মেন্টস ও অটোমোবাইলসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। তিনি তরঙ্গ কমপ্লেক্স, তাজ চিশতী প্রোপার্টিজ এবং কানাডিয়ান সুয়েটারের পরিচালক। -বিজ্ঞপ্তি ওরিয়েন্টাল ইকো উড্স নিয়ে এসেছে পরিবেশবান্ধব কাঠপণ্য ওরিয়েন্টাল ইকো উড্স লিমিটেড সোমবার জাতীয় প্রেসকাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইকো উড্স নামক পরিবেশবান্ধব কম্পোজিট উড বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে কোম্পানিটি দেশে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার তীব্র প্রয়োজন ও দায়িত্বশীলতার কথা উল্লেখ করে উ"চ মানসম্পন্ন নতুন পণ্য বিপণনের এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ওরিয়েন্টাল ইকো উড্স লিমিটেডের চেয়ারম্যান মোঃ আতিকুল করিম খান, এমডি মোঃ রেজাউল করিম খান, ডিরেক্টর মোঃ রাকিবুল করিম খান, সিএফও মোঃ শাহ্ আলম মল্লিক, এজিএম সরদার মোঃ আবদুল হাকিম, ব্র্যান্ড কমিউনিকেশন ম্যানেজার দিদার মোস্তাক আহমেদ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম মোঃ জামাল উদ্দিন, প্রমুখ উপ¯ি'ত ছিলেন। বিজ্ঞপ্তি বাজারে ওয়ালটনের এলইডি টিভি ‘বুম বক্স’ টেলিভিশনের বাজারে নতুন ও ব্যতিক্রমী মডেলের ২০ ইঞ্চি এলইডি (লাইট এ্যামিটিং ডায়োড) টিভি এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ওয়ালটন। স্থানীয় বাজারে ওয়ালটনই সর্বপ্রথম নিয়ে এসেছে এই মডেলের টিভি। এতে দুই পাশে শক্তিশালী সাউন্ডবক্স, যে কারণে গ্রাহকের কাছে এটি ওয়ালটন ‘বুম বক্স’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে। জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে গত আগস্ট মাসে ওয়ালটন বাজারে ছেড়েছিল বেশ কয়েকটি নতুন মডেলের এলইডি টিভি। এর মধ্যে রয়েছেÑ ১৯, ২৪, ২৮ ও ৩২ ইঞ্চির সিলভার ভার্সন এলইডি টিভি। সেই সঙ্গে স্থানীয়ভাবে প্রথমবারের মতো ২০ ইঞ্চির এলইডি টেলিভিশন নিয়ে এসেছে ওয়ালটন, যেটি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১২ হাজার ৫০০ টাকায়। সাশ্রয়ী মূল্যে, উচ্চ গুণগতমান, এইচডি (হাই ডেফিনেশন) ডিসপ্লে, দুই পাশে ডলভি সাউন্ডবক্স থাকায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই নতুন টিভি। -অর্থনৈতিক রিপোর্টার
×