ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাহাজ কিনতে বিএসসির চুক্তি

প্রকাশিত: ০৪:১২, ১৯ অক্টোবর ২০১৬

জাহাজ কিনতে বিএসসির চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নতুন ৬টি জাহাজ কেনার জন্য চায়না সরকারের অধীনে একটা ঋণ চুক্তি সম্পন্ন করেছে। গত ১৪ অক্টোবর কোম্পানিটি চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিএসসির নৌবহরে ২০১৮ সাল থেকে নতুন জাহাজগুলো যুক্ত হবে। প্রসঙ্গত, গত বছরের মার্চে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন ৬ জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করে চীন সরকার। ২০১৪ সালের ৩০ এপ্রিল নতুন এই প্রকল্প বাস্তবায়ন করতে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি), চীন ও বিএসসির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তি অনুযায়ী চায়না এক্সিমক ব্যাংক থেকে ১৮ কোটি ৪৫ লাখ টাকা ঋণ নেবে প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিক রিপোর্টার সাফকো স্পিনিংকে সতর্ক করল কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড ও কোম্পানির নিরীক্ষককে সতর্কপত্র ইস্যু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি কমিশনে দাখিল করা রাইট শেয়ারের আবেদনের সঙ্গে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অসত্য তথ্য দাখিল করেছে। এ তথ্য দাখিলের মাধ্যমে কোম্পানিটি সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস (রাইটস ইস্যু) ২০০৬ এর রুলস ৩ (ই) লঙ্ঘন করেছে। এই আইন লঙ্ঘন করার কারণে সাফকো স্পিনিং মিলস লিমিটেড এবং ওই কোম্পানির নিরীক্ষক মালেক সিদ্দিকী ওয়ালীকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। -অর্থনৈতিক রিপোর্টার
×