ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহত ১২০

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২২ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ অক্টোবর ২০১৬

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ২২ জনের প্রাণহানি

ভারতের ভুবনেশ্বরে এসইউএম হাসপাতালে অগ্নিকা-ের ঘটনায় অন্তত ২২ জনের প্রাণহানি ও ১২০ জন আহত হয়েছে। ধারণা, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। সোমবার রাত পৌনে আটটা নাগাদ শীর্ষস্থানীয় বেসরকারী হাসপাতালটির দোতলায় ডায়ালাইসিস ইউনিটের আইসিইউ এবং অপারেশন থিয়েটারে প্রথম আগুন ধরে। তবে কলকাতার আমরি হাসপাতালের দুর্ঘটনার অভিজ্ঞতা নিয়ে এখানে প্রথমেই কাঁচের জানালাগুলো ভেঙ্গে দেয়া হয়। ২০১১ সালে আমরিতে আগুনের চেয়েও বেশি ধোঁয়ায় দম বন্ধ হয়েই ৮৫ রোগীসহ মোট ৯০ জনের মৃত্যু হয়েছিল। এখানে জানালাগুলো ভেঙ্গে দেয়ায় সেটা ঘটেনি। সাতটি দমকল ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এক হাজার শয্যার হাসপাতালটিতে অন্তত পাচ শ’ রোগী ছিলেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘটনাটিকে খুবই মর্মান্তিক বলে অভিহিত করেছেন। -টাইমস অব ইন্ডিয়া ইয়েমেনে কাল থেকে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শুরু হবে বলে ঘোষণা করেছেন জাতিসংঘের বিশেষ শান্তিদূত। এই বিষয়ে তিনি ইয়েমেনের বিবদমান সব পক্ষগুলোর কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ দূত ইসমাইল উদ শেখ আহমেদ। খবর বিবিসির। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ ফিরে পেতে দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদির অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। হাদির পক্ষ হয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী হুতি অবস্থানগুলোর বিমান হামলা চালাচ্ছে। সানায় এক জানাজায় সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ১৪০ জন নিহত হওয়ার পর আন্তর্জাতিক মহলের ব্যাপক প্রতিক্রিয়ার রেশ ধরেই শেখ আহমেদের ঘোষণাটি এলো। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের কয়েকজন নেতাকে লক্ষ্য করে হামলাটি চালানোর কথা ছিল। শিকারি হাঙ্গর ‘সুন্দর’ মেক্সিকো উপকূলের অদূরে এক ডুবুরির হাঙ্গরের হাত থেকে বেঁচে যাওয়ার ভিডিও ইউটিউবে দেড় কোটি বারের বেশি দেখা হয়েছে। এতে দেখা যায়, চ্যানের খাঁচা ভেঙ্গে হঠাৎ একটি হাঙ্গর ঢুকে পড়ে এবং আটকে যায়। চ্যান শান্ত থাকেন। ক্রুরা হাঙ্গরটিকে বের করেন। মৃত্যু মুখে পড়েও চ্যান বলেন, সাগরের সবচেয়ে বড় শিকারী ‘সুন্দর’। - এএফপি ১০ হাজার ব্যাঙের মৃত্যু পেরুর কোয়াটা নদীতে অন্তত ১০ হাজার ব্যাঙ মরে ভেসে ওঠার ঘটনা তদন্ত করা হচ্ছে। দেশটির পরিবেশবাদী আন্দোলনকারী গোষ্ঠী এ ঘটনার জন্য নদীদূষণকে দায়ী করেছে। তাদের অভিযোগ, ওই অঞ্চলে নর্দমার পানি শোধনের জন্য প্ল্যান্ট স্থাপনের আবেদন উপেক্ষা করেছে সরকার। টিটিকাকা স্ক্রটাম নামের এই ব্যাঙের প্রজাতি এখন হুমকির মুখে। এই ব্যাঙ শুধু দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় লেক টিটিকাকা ও এর শাখা নদীতে পাওয়া যায়।- এএফপি
×