ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন হেনস্থার অভিযোগকারীরা মিথ্যা বলছেন ॥ মেলানিয়া

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ অক্টোবর ২০১৬

যৌন হেনস্থার অভিযোগকারীরা মিথ্যা বলছেন ॥ মেলানিয়া

মেলানিয়া ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তার স্বামী একজন ভদ্রলোক এবং যে নারীরা তার স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করছেন তারা মিথ্যা বলছেন। তবে তিনি স্বীকার করেন, ভিডিও টেপে ধরা পড়া ট্রাম্পের অশ্লীল কথাগুলো গ্রহণযোগ্য নয়। খবর বিবিসি ও এএফপির। ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল কথা নিয়ে গত ৭ অক্টোবর ভিডিও টেপ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে মেলানিয়া সোমবার সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমি আমার স্বামীকে বলেছি, এই ভাষায় কথা বলা ঠিক হয়নি, এটি গ্রহণযোগ্য নয়। আমি বিস্মিত। কারণ যে লোককে আমি চিনি সে ওই লোক নয়।’ ভিডিও টেপটি প্রকাশিত হলে ট্রাম্পের জন্য আত্মঘাতী হয়। অনেক রিপাবলিকান নেতা তার প্রতি সমর্থন প্রত্যাহার করেন। মেলানিয়া বলেন, আমি বিস্মিত এই কারণে যে, তারা শিশুসুলভ কথা বলছেন অথচ তারা জানতো মাইক্রোফোন চালু রাখা আছে। আসলে ট্রাম্প নোংরা ও অশ্লীল কথা বলতে উপস্থাপকের মাধ্যমে প্ররোচিত হয়েছেন। মেলানিয়া বলেন, ইতোপূর্বে তিনি কখনো তার স্বামীর মুখ থেকে ওই ধরনের কথা শোনেননি। মসুলে ইরাকী বাহিনীর অভিযান, ২০ গ্রাম মুক্ত ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি মসুল পুনরুদ্ধারে অগ্রগতি দাবি করেছে ইরাকী সরকারী ও কুর্দি পেশমেরগা বাহিনী। মঙ্গলবার ইরাকী সেনাবাহিনী ও কুর্দি পেশমেরগা বাহিনী পৃথক বিবৃতিতে অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় পাওয়া সাফল্য তুলে ধরে। এসব বিবৃতিতে বলা হয়, মসুলের পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের মোট ২০টি গ্রাম আইএস জঙ্গীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। ইরাকী সেনাবাহিনী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে মসুলে অভিযান চালায়, অপরদিকে পেশমেরগা পূর্ব দিক থেকে মসুলমুখী অভিযান শুরু করে। -ওয়েবসাইট
×