ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লার আদালতে ড. মোশাররফের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ অক্টোবর ২০১৬

কুমিল্লার আদালতে ড. মোশাররফের বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ অক্টোবর ॥ আদালতে ভাংচুরের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ড. খন্দকার মোশাররফ কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেমায়েত হোসেনের আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক তার আবেদন খারিজ করে মামলার চার্জ গঠন করেন। জানা যায়, কুমিল্লার দাউদকান্দির সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার গ্রাম জুরানপুরের বাড়িতে ২০০২ সালের ৫ সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০০৫ সালের ১ জানুয়ারি গ্রামের ইফতেখার হায়দার সায়মন বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাক্ষ্য প্রমাণের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়। পরে মামলার বাদী ২০০৭ সালের ১২ মার্চ কুমিল্লার আদালতে ড. খন্দকার মোশাররফ হোসেনকে ১নং আসামি করে আগের মামলার ৩২ জনসহ ৩৩ জনের নামে পুনরায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় জামিনে থাকা আসামি ড. খন্দকার মোশাররফসহ অন্যান্য অভিযুক্তরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক আবেদন খারিজ করে মামলার চার্জ গঠন করেন। আদালত আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। টাঙ্গাইলে ১৬ জঙ্গীকে তিন বছরের কারাদ- নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ অক্টোবর ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের প্রধান গাইবান্ধা জেলার পলাশবাড়ির মতিন মেহেদীসহ ১৬ জঙ্গীকে ৩ বছরের সশ্রম কারাদ- ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামিরা হলো- গাইবান্ধার পলাশবাড়ীর শাহ মোহাম্মদ ফেরদৌস, আবু সাঈদ, ফজল, রংপুরের আলম, টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, বুলবুল, দেলোয়ার, লিটন, চান্দু, আব্দুল খালেক, মাইন, আলাল উদ্দিন, মদন ও মুন্না। দ-প্রাপ্তরা টাঙ্গাইল কারাগারে আছে। জানা যায়, দ-প্রাপ্তরা টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার রুবী চৌধুরীর দোতলা বিল্ডিংয়ের নিচতলা ভাড়া নিয়ে বিভিন্ন জঙ্গী কার্যক্রম চালাচ্ছিল। উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করে। ১০ জেলে আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার পদ্মা নদী ও তৎসংলগ্ন বাজারগুলোতে অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করার অপরাধে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ইলিশ ধরার জাল ও মা ইলিশ।
×